Logo
×

Follow Us

বিজ্ঞান ও প্রযুক্তি

বাজারে এলো কম দামি আইফোন

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২০, ১৩:২৮

বাজারে এলো কম দামি আইফোন

বাজারে তুলনামূলক কম দামী আইফোন নিয়ে এলো অ্যাপল। ‘আইফোন এসই’ মডেলটির দাম পড়বে ৩৯৯ ডলার বা ৩৩ হাজার ৯০০ টাকা।

অ্যাপল জানিয়েছে, কালো-সাদা-লাল; এই তিন রঙে পাওয়া যাবে আইফোন এসই (২০২০)। বাজেট বাড়ালে ব্যবহারকারীরা চাইলে এই মডেলের আরো বেশি স্টোরেজের মডেল কিনতে পারবেন।

১২৮ গিগাবাইট স্টোরেজের হ্যান্ডসেটের দাম পড়বে ৪৪৯ ডলার, আর ২৫৬ গিগাবাইটের ক্ষেত্রে ৫৪৯ ডলার।

ফোনটির সামনে-পেছনে গ্লাস ও পাশে অ্যালুমিনিয়াম ফ্রেম, পেছনে ১২ মেগাপিক্সেল ও সামনে (সেলফি) ৭ মেগাপিক্সেল ক্যামেরা। ওজন ১৪৮ গ্রাম। এ ছাড়া আছে অ্যাপল এ-১৩ বায়োনিক চিপসেট, হেক্সাকোর (২*২.৬৫) সিপিইউ। ফিঙ্গার প্রিন্ট প্রযুক্তিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে।

দাম কম রাখতে ফোনটিতে নিম্নমানের কোনো প্রযুক্তি ব্যবহার করেনি অ্যাপল। তার চেয়ে বরং ফেশিয়াল রিকগনিশনের মতো কয়েকটি হাই-এন্ড ফিচার বাদ রাখা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫