Logo
×

Follow Us

বিজ্ঞান ও প্রযুক্তি

হঠাৎ উধাও ফেসবুক, কারণ জানালেন জাকারবার্গ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ মার্চ ২০২৪, ২২:০০

হঠাৎ উধাও ফেসবুক, কারণ জানালেন জাকারবার্গ

ফেসবুক। ফাইল ছবি

অন্যতম সামাজিক মাধ্যম ফেসবুকের সার্ভারে সমস্যা দেখা দিয়েছে। এতে করে হঠাৎ করেই ব্যবহারকারীদের আইডি লগআউট হয়ে যায়। আজ মঙ্গলবার (৫ মার্চ) বাংলাদেশ সময় রাত ৯টার পর থেকে এ সমস্যার কথা জানাতে থাকেন ব্যবহারকারীরা।

এদিকে, ব্যবহারকারীদের আশার কথা জানিয়েছে ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেয়া স্ট্যাটাসে জানিয়েছেন, সমস্য নেই। কিছুক্ষণের মধ্যেই সব ঠিক হয়ে যাবে। 

ব্যবহারকারীরা জানিয়েছেন, তারা ফেসবুকের ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপসে ঢুকতে পারছেন না। তারা অভিযোগ করেছেন, হঠাৎ করে তাদের আইডি স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে গেছে এবং এরপর আর ঢুকতে পারছিলেন না। অপরদিকে ইনস্টাগ্রাম কোনো কাজই করছে না।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫