Logo
×

Follow Us

বিজ্ঞান ও প্রযুক্তি

যে কারণে ফেসবুক-মেসেঞ্জারে সমস্যা হয়েছিলো জানালো মেটা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৪, ০৮:৪৩

যে কারণে ফেসবুক-মেসেঞ্জারে সমস্যা হয়েছিলো জানালো মেটা

মেটা। ছবি: সংগৃহীত

কারিগরি জটিলতার কারণে বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, মেসেঞ্জার ও ইনস্টাগ্রামে লগইন করতে পারছিলেন না ব্যবহারকারীরা। এমনটি জানিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। 

সাময়িক এ অসুবিধার জন্য ব্যবহারকারীদের কাছে ক্ষমাও চেয়েছে প্রতিষ্ঠানটি। 

গতকাল মঙ্গলবার (৫ মার্চ) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মেটার কমিউনিকেশন ডিরেক্টর অ্যান্ডি স্টোন একটি পোস্টে লেখেন, একটি প্রযুক্তিগত সমস্যার কারণে ব্যবহারকারীরা আমাদের কিছু পরিষেবা পাননি। আমরা এ অসুবিধার জন্য ক্ষমাপ্রার্থী। 

উল্লেখ্য, গতকাল রাত ৯টার দিকে হঠাৎ করেই লগআউট হয়েছে ফেসবুক ব্যবহারকারীদের আইডি। প্রায় দেড় ঘণ্টা অচল থাকার পর পুনরায় সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে প্রবেশ করতে পারেন ব্যবহারকারীরা।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫