স্মার্টফোনে ইন্টারনেট না থাকলেও পাঠানো যাবে ছবি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৩ মে ২০২৪, ২০:৩০

হোয়াটসঅ্যাপ। ছবি: সংগৃহীত
স্মার্টফোনে ইন্টারনেট না থাকলেও ছবি পাঠানো নিয়ে আর দুশ্চিন্তা নয়। সম্প্রতি হোয়াটসঅ্যাপের একটি দারুণ ফিচার ঘোষণা করেছে মেটা। অ্যাপে অফলাইনেই ফাইল ও ডকুমেন্ট বিনিময় করা যাবে। ফিচারটি এখন মেটা পরীক্ষা করছে।
অ্যান্ড্রয়েড ও আইওএস ফোনে কবে থেকে সুবিধাটি চালু হবে, তা এখনও নিশ্চিত নয়। খবরে প্রকাশ, দ্রুত ও ক্রমান্বয়ে সারাবিশ্বের সব ডিভাইসে ফিচারটি রোল আউট করবে। ফিচারটি অ্যাকটিভ হলে উল্লিখিত সুবিধা পেতে অবশ্যই অ্যাপটির সবশেষ সংস্করণ আপডেট করে নিতে হবে।
অফলাইন ফাইল শেয়ারিং ট্রান্সফার ফিচারে প্রয়োজন হবে না ইন্টারনেট। স্ক্যান করে ব্লুটুথ সংযোগে ফাইল বিনিময় করা যাবে ফোন থেকে ফোনে। অন/অফ পদ্ধতিতে ফিচারটি কাজে লাগিয়ে হোয়াটসঅ্যাপে সিস্টেমটি কাজ করবে। শর্ত থাকবে, হোয়াটসঅ্যাপকে নিজের ফোনের ফাইল, গ্যালারি ও ডকুমেন্ট অ্যাকসেস করার পূর্ণ অনুমতি দিতে হবে। তা না হলে ফিচারটি কাজ করবে না।