Logo
×

Follow Us

বিজ্ঞান ও প্রযুক্তি

অ্যাপলকে পেছনে ফেলে হুয়াওয়ের বাজিমাত

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৫ মে ২০২০, ১৩:০৫

অ্যাপলকে পেছনে ফেলে হুয়াওয়ের বাজিমাত

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেও অ্যাপলকে পেছনে ফেলে বিশ্বের দ্বিতীয় স্মার্টফোন ব্র্যান্ড হয়েছে চীনের ফোন নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে। 

সম্প্রতি চলতি বছরের প্রথম প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ করে ইন্টারন্যাশনাল ডেটা কর্পোরেশন (আইডিসি)। এ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

স্মার্টফোন বাজারে রীতিমতো ধস নামলেও বিক্রির পরিসংখ্যানে হুয়াওয়ে নিজেদের স্থান ধরে রেখেছে বলেও জানা যায়। 

আইডিসির প্রতিবেদন অনুযায়ী, বিশ্ববাজারে স্মার্টফোন সরবরাহে দ্বিতীয় অবস্থানে রয়েছে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে। সরবরাহে অ্যাপল রয়েছে তৃতীয় স্থানে আর শীর্ষে স্যামসাং।

চীনের বাজারে ভিভো, অপো ও শাওমির সরবরাহ কমলেও বেড়েছে হুয়াওয়ের। গতবছরের তুলনায় এবার বিক্রি বেড়েছে ৬ শতাংশ।   

বিশ্বজুড়ে ফাইভজি স্মার্টফোনের সরবরাহ বেড়েছে। গতবছরের প্রথম প্রান্তিকে ফাইভজি স্মার্টফোনের সরবরাহ ছিল ১৮.৭ মিলিয়ন, এ বছর একই প্রান্তিকে সেটি দাঁড়িয়েছে ২৪ মিলিয়নে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫