Logo
×

Follow Us

বিজ্ঞান ও প্রযুক্তি

অক্সিজেন ওএস ১৫ উন্মুক্ত করছে ওয়ানপ্লাস

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৪, ১১:২৯

অক্সিজেন ওএস ১৫ উন্মুক্ত করছে ওয়ানপ্লাস

অক্সিজেন ওএস ১৫ উন্মুক্ত করছে ওয়ানপ্লাস। প্রতীকী ছবি

চিনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ওয়ানপ্লাস আজ  (২৪ অক্টোবর ) নিয়ে আসছে তাঁদের নিজস্ব অপারেটিং সিস্টেম অক্সিজেনওএস এর পরবর্তী ভার্সন ‘অক্সিজেন ওএস ১৫’। অক্সিজেন ওএস এর নতুন এই সংস্করণটিতে ব্যবহারকারীরা বিভিন্ন এআই ফিচার ও টুল ব্যবহার করতে সক্ষম হবেন। 

আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় অনলাইনে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে অক্সিজেন ওএস ১৫। ওয়ানপ্লাসের সকল অফিশিয়াল চ্যানেলে অপারেটিং সিস্টেম উন্মোচনের অনলাইন ইভেন্টটি সরাসরি দেখানো হবে। 

উল্লেখ্য, অ্যান্ড্রোয়েড ১৫ অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে তৈরি প্রথম কয়েকটি অপারেটিং সিস্টেমের একটি হতে যাচ্ছে ওয়ানপ্লাসের অক্সিজেন ওএস ১৫। 

ওয়ানপ্লাসের দাবী অনুযায়ী, অপারেটিং সিস্টেমের নতুন এই ভার্সনে প্রতিষ্ঠানটির স্পিরিট ‘নেভার সেটেল’ খুব ভালোভাবেই প্রতিফলিত হবে। পাশাপাশি তাঁদের উন্নত গবেষণা ও ব্যবহারকারীদের দৃষ্টিভঙ্গিরও প্রতিফলন ঘটতে চলেছে নতুন সংস্করণে। 

ওয়ানপ্লাস-এর আপডেটেড ওএস-এর প্রধান বৈশিষ্ট্য হলো- ইন্ডাস্ট্রির সেরা ও দ্রুতগতির ইউজার এক্সপেরিয়েন্স, নতুন ও কার্যকরী এআই ফিচার এবং বিশেষায়িত ডিজাইন যা ওয়ানপ্লাস-এর সিগনেচার ডিজাইন ল্যাংগুয়েজের অনুভূতি দেবে। এসব ফিচার নিয়ে বাজারের সবচেয়ে দ্রুতগতির ও ইউজার ফ্রেন্ডলি অপারেটিং সিস্টেম হতে যাচ্ছে অক্সিজেন ওএস ১৫।

ওয়ানপ্লাস বলছে, নতুন প্রোডাক্ট নিয়ে আসার ক্ষেত্রে তাঁদের দর্শন হচ্ছে ব্যবহারকারীদের দ্রুতগতির, মসৃণ ও ও ঝামেলাবিহীন অভিজ্ঞতা দেওয়া। এই লক্ষ্যকে সামনে রেখেই অক্সিজেন ওএস ১৫-এ তাঁরা বাজারের সেরা সফটওয়্যার অ্যালগরিদম টেকনোলোজি ব্যবহার করেছে। পাশাপাশি অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের সৃজনশীল নির্মাণকে কাজে লাগিয়ে প্রতিষ্ঠানটি গ্রাহকদের মসৃণ অ্যানিমেশন ইফেক্ট দেওয়ারও প্রতিশ্রুতি দিচ্ছে।

এছাড়া, অক্সিজেন ওএস ১৫ তে ওয়ানপ্লাস-এর এআই ফিচার যোগ করার মাধ্যমে গ্রাহকদের সর্বাধুনিক এই প্রযুক্তি ব্যবহারের সুযোগ দিচ্ছে। ফিচারটি বেশ কিছু কমন সিনারিওতে সংযুক্ত করার মাধ্যমে প্রোডাক্টিভিটি ও সৃজনশীলতা বৃদ্ধি করে ব্যবহারকারীর জীবনকে সহজ করে তুলবে। ফলে নতুন অক্সিজেন ওএস ১৫ হতে যাচ্ছে গতি, পারফর্মেন্স ও বুদ্ধিমত্তার এক পারফেক্ট কম্বিনেশন। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫