
ভুয়া খবর ও গুজব রুখতে ভারতের চন্দননগর, শ্রীরামপুরসহ হুগলির ১১টি থানায় বন্ধ করা হয়েছে ইন্টারনেট পরিসেবা। আগামী ১৭ মে পর্যন্ত বন্ধ থাকবে সেবা।
সোশ্যাল মিডিয়ায় গুজব রুখতে মঙ্গলবার (১২ মে) রাত ১২টা থেকে চন্দননগর এবং শ্রীরামপুর মহকুমায় ইন্টারনেট বন্ধের সিদ্ধান্ত নিয়েছে হুগলি জেলা প্রশাসন। এ বিষয়ে নির্দেশিকা জারি করেন জেলা প্রশাসক ওয়াই রত্নাকর রাও।
মঙ্গলবার সকালে ভদ্রেশ্বরের তাঁতিপাড়া, সেগুনবাগান, তেলেনিপাড়া এলাকা জুড়ে বিক্ষিপ্ত অশান্তি ও হিংসার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তারপরই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।
হুগলির ঘটনা নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলিকে সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি অভিযোগ করেছেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে অশান্তি ছড়ানোর চেষ্টা চলছে। রাজ্যে এভাবে অশান্তি ছড়ানো হলে সরকার কাউকে ছাড় দেবে না। দলমত নির্বিশেষে কড়া ব্যবস্থা নেবে প্রশাসন।
ইন্টারনেট সেবা বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে ২০০০ সালের ভারতের তথ্য প্রযুক্তি আইন অনুযায়ী।
অঞ্চলগুলোতে ব্রডব্যান্ডের ক্যাবল নেট, সঙ্গে ভোডাফোন, বিএসএনএল, এয়ারটেল, আইডিয়া, জিও-র নেট পরিসেবাও বন্ধ থাকবে। বন্ধ থাকবে ক্যাবল টিভি ও ডিসটিভির পরিসেবাও।