করোনা: অনলাইন ক্যালকুলেটর জানাবে মৃত্যুঝুঁকি

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৬ মে ২০২০, ১১:৩৭

ভারতীয় ব্রিটিশ বিজ্ঞানী ড. অমিতাভ ব্যানার্জি প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত রোগীর মৃত্যুঝুঁকি কতটুকু- সে বিষয়ক একটি অনলাইন ক্যালকুলেটর তৈরি করেছেন।
এই ক্যালকুলেটরের মাধ্যমে জানা যাবে করোনা আক্রান্ত রোগীর অবস্থা ঝুঁকিপূর্ণ নাকি ঝুঁকিপূর্ণ নয়।
অমিতাভ ব্যানার্জির নেতৃত্বে ক্যালকুলেটরটি তৈরি করতে সাহায্য করেছেন আরেক বিজ্ঞানী লরা পাসিয়া।
দ্য সান- এর প্রতিবেদনে বলা হয়েছে, ক্যালকুলেটরে ঢুকে অ্যাকাউন্টের মাধ্যমে বয়স, লিঙ্গ এবং স্বাস্থ্য-বিষয়ক তথ্য দিলে মৃত্যুঝুঁকি বের হবে।
গবেষক অমিতাভ দ্য সানকে বলেন, ব্রিটেনের বিভিন্ন হাসপাতালের রোগীদের বিভিন্ন অবস্থা বিশ্লেষণ করে আমরা ক্যালকুলেটরটি তৈরি করেছি। কোন বয়সীর কোন লক্ষণ থাকলে মৃত্যুঝুঁকি কেমন সেটি বিশ্লেষণ করা হয়েছে। আমরা মনে করি, এখান থেকে একজন মানুষ সচেতন হতে পারবেন। তাতে সামগ্রিক মৃত্যুহার কমবে।
তিনি আরো বলেন, এ ধরনের ক্যালকুলেটর এই প্রথম তৈরি হলো। আমরা বিভিন্ন হাসপাতাল এবং চিকিৎসকদের এটি দিতে চাই।
ক্যালকুলেটরটি ব্রিটিশ রোগীদের ডেটা বিশ্লেষণ করে তৈরি হলেও অমিতাভ বলছেন গোটা পৃথিবীর মানুষ যাতে এটি ব্যবহার করতে পারেন সেই চেষ্টা চলছে। এ জন্য এটিকে সহজে ব্যবহার উপযোগী করার চেষ্টা চলছে।