Logo
×

Follow Us

বিজ্ঞান ও প্রযুক্তি

ওয়ানপ্লাসের কম দামি ফোন আসছে

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৮ মে ২০২০, ১৩:০৫

ওয়ানপ্লাসের কম দামি ফোন আসছে

ওয়ানপ্লাসের প্রতিটি স্মার্টফোন ফ্ল্যাগশিপ মানের হওয়ায় এর দাম নির্ধারণ করা হয় অনেক বেশি। এর ফলে অনেকের হাতের নাগালের বাইরে থাকে এসব ফোন। এবার প্রতিষ্ঠানটি কম দামি ফোন আনবে বলে জানা গেছে। 

কোম্পানিটির সিইও পিট লাউ বলেন, আমাদের পণ্য সব ধরনের গ্রাহকের হাতে পৌঁছে দিতে চাই। তাই সাশ্রয়ী দামের ফোন বাজারে আনার বিষয়টি আমরা বিবেচনা করছি। আশা করছি এতে ওয়ানপ্লাসের ক্রেতা আরো বাড়বে।

তবে পিট লাউ তার বক্তব্যে ফোনটি সম্পর্কে কিছু বলেননি। কবে নাগাদ বাজারে আসবে তাও কিছু জানাননি। 

জানা গেছে, ওয়ানপ্লাস জেড নামে একটি ফোন আনবে ওয়ানপ্লাস। ফোনটিতে থাকবে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭৬৫ প্রসেসর, ৬ দশমিক ৪ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, ৮ জিবি র‍্যাম, ৪০০০ এমএএইচ ব্যাটারি ও ৩০ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি। এতে ফাইভজি সুবিধা থাকবে। 

সাশ্রয়ী দামের এই ফোন সর্বপ্রথম ভারতে, পরে ইউরোপ ও উত্তর আমেরিকার বাজারে ছাড়া হবে। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫