Logo
×

Follow Us

বিজ্ঞান ও প্রযুক্তি

করোনা মোকাবেলায় বিশ্বের দ্রুততম সুপার কম্পিউটার

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৪ জুন ২০২০, ১৪:৪৩

করোনা মোকাবেলায় বিশ্বের দ্রুততম সুপার কম্পিউটার

সমগ্র বিশ্বেই করোনা পরিস্থিতি ক্রমশ আরো ভয়াবহ হয়ে উঠছে। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এই সঙ্কটের পরিস্থিতিতে প্রযুক্তিকে কাজে লাগিয়ে করোনা রুখতে সচেষ্ট হয়েছে একাধিক দেশের শতাধিক ছোট-বড় সংস্থা। আর সেই উদ্যোগেই এ বার সামিল হল জাপানের সুপার কম্পিউটার ফুগাকু।

গতির হিসেবে জাপানের ফুগাকু সুপার কম্পিউটার বিশ্ব ব্যাংকিংয়ে এক নম্বরে আছে৷ করোনা মহামারি মোকাবেলায় এটি ব্যবহৃত হচ্ছে৷ তবে এর নকশাকারীরা আরো বড় কিছু পরিকল্পনা করছেন৷

জাপানের রিকেন গবেষণা কেন্দ্র ও ফুজিৎসু কোম্পানি এই সুপার কম্পিউটারটি উদ্ভাবন করেছে৷ আগে এক নম্বরে থাকা যুক্তরাষ্ট্রের সামিট সুপার কম্পিউটারকে এটি পেছনে ফেলেছে৷ সামিটের চেয়ে ২.৮ গুণ দ্রুত কাজ করে এটি৷

সাধারণত সব সুপার কম্পিউটার সাধারণ যে কোনো কম্পিউটারের চেয়ে এক হাজার গুণ দ্রুত কাজ করে৷ ২০২১ সালের এপ্রিল মাসে ফুগাকু পুরোদমে কাজ শুরু করে দেবে৷ এটি তৈরিতে ছয় বছর লেগেছে৷


এরই মধ্যে করোনা মহামারি মোকাবেলায় কাজে লাগানো হচ্ছে সুপার কম্পিউটারটিকে৷ অফিসে পার্টিশন থাকার পরও বা একটি ট্রেনে জানালা খোলা থাকলে কেমন করে করোনাভাইরাস ছড়ায় তার পরীক্ষা করছে ফুগাকু৷

রিকেন পরিচালক সাতোশি মাৎসুওকা বলেন, কভিড-১৯ এর মতো কঠিন সামাজিক দুর্যোগ মোকাবেলায় এই অত্যাধুনিক প্রযুক্তি বিশেষ অবদান রাখতে পারবে৷

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫