Logo
×

Follow Us

বিজ্ঞান ও প্রযুক্তি

অ্যাপলের ৫০ কোটি ডলার জরিমানা

Icon

বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২০, ১৮:৫৩

অ্যাপলের ৫০ কোটি ডলার জরিমানা

৫০ কোটি ডলারের বেশি জরিমানা গুনতে হবে বিশ্বের সবচেয়ে দামি প্রযুক্তি কোম্পানি অ্যাপলকে। ইনটেলেকচুয়াল প্রপার্টি কোম্পানি প্যান ও পটিকস এর ফোরজি প্যাটেন্ট লংঘনের দায়ে জরিমানা গুনতে হচ্ছে। এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি। জানা যায়, যুক্তরাষ্ট্রের টেক্সাসের আদালত গত মঙ্গলবার এ নির্দেশনা দিয়েছে।

তবে, নির্দেশনার বিরুদ্ধে আপিল করবে বলে জানিয়েছে অ্যাপল।

এর আগে গত ফেবরুয়ারিতে অ্যাপেলের বিরুদ্ধে মামলা দায়ের করে প্যাটেন্ট। প্যাটেন্ট অভিযোগ করে- অ্যাপল তাদের স্মার্টফোন, ট্যাবলেট ঘড়িতে ফোরজি এলটিই প্রযুক্তি ব্যবহার করলেও এর জন্য অর্থ পরিশোধ করতে অস্বিকার করেছে। নিয়ে অ্যাপলের সঙ্গে বারবার আলোচনায় বসলেও তারা লাইসেন্স গ্রহণে অস্বিকৃতি জানায়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫