Logo
×

Follow Us

বিজ্ঞান ও প্রযুক্তি

দূরবর্তী নিউট্রন তারকা থেকে বেতার তরঙ্গের বিচ্ছুরণ

Icon

মিমি ঘোষ

প্রকাশ: ১৭ আগস্ট ২০২০, ১০:০০

দূরবর্তী নিউট্রন তারকা থেকে বেতার তরঙ্গের বিচ্ছুরণ

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক গামা-রশ্মি নভোবস্তু বিদ্যার পরীক্ষাগার (ইন্টারন্যাশনাল গামা-রে অ্যাস্ট্রোফিজিক্স ল্যাবরেটোরি অর্থাৎ ইন্টিগ্রাল), নাসার নীল গেহরেলস সুইফট নিরীক্ষাগারকে ব্যবহার করে, বিভিন্ন বেতার টেলিস্কোপের সাহায্যে নক্ষত্রবিজ্ঞানীরা খুব সূক্ষ্ম ও উজ্জ্বল বেতার তরঙ্গের সন্ধান পেয়েছেন। 

যা অনেকটা গামা রশ্মি ও এক্স-রে এর মতো এবং বেতার তরঙ্গটি এসজি আর ১৯৩৫+২১৫৪ থেকে বিচ্ছুরিত হচ্ছে। নক্ষত্র তারকাটি ভালপেকুলা নক্ষত্রপুঞ্জ থেকে ৪৪০০ পার্সেল (১৪,৩৫১ আলোকবর্ষ) দূরে অবস্থিত।

এক্স-রে-এর বিচ্ছুরণ আবিষ্কার হয়েছিল ২০১৪ সালে। তারপর ২০২০ সালের এপ্রিল মাসে ‘এসজিআর ১৯৩৫+২১৫৪’ পুনরায় সক্রিয় হয়েছে।

২০২০ সালের ২৮ এপ্রিল ইন্টিগ্রাল স্পেস অবজার্ভেটোরি তড়িৎচুম্বকিও তরঙ্গের (এক্স-রে) বিচ্ছুরণের উৎস শনাক্ত করে। এই আবিষ্কারের ফলে পৃথিবী জুড়ে আলোড়ন তৈরি হয়।

ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট ফর অ্যাস্ট্রোফিজিক্সের একজন গবেষক ও প্রধান সম্পাদক ড. স্যান্দ্রো মিরেগেত্তি বলেন, ‘ইন্টিগ্রালের সাহায্যে গত ২৮ এপ্রিল আমরা নিউট্রন তারকা থেকে বিচ্ছুরিত অস্বচ্ছ পদার্থকে ভেদ করার ক্ষমতাযুক্ত হ্রস্ব দৈর্ঘ্যবিশিষ্ট প্রবল শক্তিশালী তড়িৎচুম্বকিও তরঙ্গের বিকীরণকে শনাক্ত করেছি।’

‘ইন্টিগ্রালের বিস্ফোরণের বার্তাপ্রদানকারী সিস্টেম স্বয়ংক্রিয় এই নয়া আবিষ্কারকে মুহূর্তের মধ্যে পৃথিবীর সমস্ত পর্যবেক্ষণাগারে ছড়িয়ে দিয়েছে।’

একই দিনের সময়সীমার ব্যবধানে তড়িৎচুম্বকীয় তরঙ্গের বিচ্ছুরণ শনাক্ত করার পাশাপাশি, চাইম রেডিও টেলিস্কোপ এসজি আর ১৯৩৫+২১৫৪ থেকে নির্গত হওয়া হ্রস্ব ও উজ্জ্বলদীপ্ত বেতার তরঙ্গকে চিহ্নিত করেছে।

কিছু ঘণ্টার ব্যবধানে এটি স্টেয়ার ২ দ্বারা (সার্ভে ফর ট্রান্সিয়েন্ট অ্যাস্ট্রোনমিকাল রেডিও এমিশন ২) স্বাধীনভাবে নিশ্চিতি পায়।

ড. মেরিগেত্তির কথায়- ‘নিউট্রন তারকা থেকে বেতার তরঙ্গের এত দ্রুত বিচ্ছুরণ আমরা আগে কখনো দেখিনি। এছাড়াও অন্যান্য স্যাটেলাইটও এই গবেষণায় সহায়তা প্রদান করেছে; কিন্তু স্যাটেলাইটগুলো মহাশূন্যে এটির অবস্থান নির্ধারণে অপারগ ছিল- এটিই ছিল গুরুত্বপূর্ণ সন্ধান, যা এখন প্রতিষ্ঠিত সত্য অর্থাৎ এসজিআর ১৯৩৫+২১৫৪ থেকে তরঙ্গটি নির্গত হচ্ছে।’

চৌম্বকীয় বস্তু থেকে বিচ্ছুরিত তরঙ্গকে যে বেতার তরঙ্গ দৈর্ঘ্যরে মাধ্যমে চিহ্নিত করা সম্ভব, গবেষণাটি এই সম্পর্কে স্পষ্ট প্রমাণ দিয়েছে।

মার্কিন গবেষক ও ইন্টিগ্রাল প্রকল্পের বিজ্ঞানী ড. এরিক কুলকার্সের মতে, ‘উচ্চ-শক্তিসম্পন্ন বেতার তরঙ্গের আলোক বিচ্ছুরণ সংক্রান্ত বিশ্বের বিভিন্ন পর্যবেক্ষণকে একত্রিত করে আমরা মহাজাগতিক এই রহস্য উন্মোচনে সক্ষম হয়েছি। ইন্টিগ্রাল এই গবেষণায় মুখ্য ভূমিকা পালন করেছে- এটা আমাদের কাছে একটি রোমাঞ্চকর বিষয়।’

তথ্যসূত্র: গবেষণাপত্রটি সম্প্রতি অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নালে প্রকাশিত।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫