নিষেধাজ্ঞার মধ্যেই টিকটক কেনার ঘোষণা ওয়ালমার্টের

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৮ আগস্ট ২০২০, ১৩:১৬

নিষেধাজ্ঞার মধ্যে আমেরিকায় টিকটক কিনতে আগ্রহ প্রকাশ করেছে ওয়ালমার্ট। টেক জায়ান্ট মাইক্রোসফটের সঙ্গে যৌথভাবে টিকটক কিনতে চায় মার্কিন প্রতিষ্ঠানটি এমনটাই জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
জানা যায়, বৃহস্পতিবার টিকটক থেকে সরে দাঁড়ান কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা কেভিন মেয়ার। এর কয়েক ঘণ্টার মধ্যেই ওয়ালমার্টের পক্ষ থেকে এ ঘোষণা আসে।
এদিকে, মাইক্রোসফট ছাড়াও টুইটার এবং ওরাকলও টিকটক কেনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে।
এর আগে, নিরাপত্তা ইস্যুতে আমেরিকায় নিষেধাজ্ঞার মুখে আছে চীনা ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক। দেশটিতে টিকটক বিক্রি করতে ৯০ দিনের সময় বেধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প প্রশাসনের অভিযোগ, টিকটকের মাধ্যমে মার্কিন নাগরিকদের যাবতীয় গোপন তথ্য হাতিয়ে নিয়ে চীনের কাছে পাচার করছে মূল কোম্পানি বাইট ড্যান্স। তবে বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে চীনা কোম্পানিটি।
যুক্তরাষ্ট্র ছাড়াও কানাডা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে টিকটকের ব্যবসা গোটাতে চলেছে বাইট ডান্স। ১৫ সেপ্টেম্বরের মধ্যেই এ সংক্রান্ত চুক্তি সেরে ফেলতে চাইছে সংস্থাটি। এই লেনদেনের পরিমাণ হতে পারে ২০ থেকে ৩০ বিলিয়ন ডলার। তবে সঠিক অর্থের পরিমাণ জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।