Logo
×

Follow Us

বিজ্ঞান ও প্রযুক্তি

আসছে অ্যাপেলের কম দামের আইফোন

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৭ অক্টোবর ২০১৯, ১২:০৯

আসছে অ্যাপেলের কম দামের আইফোন

ছবি: সংগৃহীত

অ্যাপেল নিয়ে আসছে কম দামের আইফোন এস টু। জানা যায়, আগামী বছরের শুরুতেই বাজারে আসবে সেই ফোন।  

জি নিউজ জানায়, কম দামি এই ফোনের মডেল হচ্ছে আইফোন এসই টু।  টেক বিশেষজ্ঞদের মতে, ৩৯৯ মার্কিন ডলারের মধ্যেই দাম রাখা হবে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৪ হাজার। 

জানা যায়, আইফোন এসই টুর ডিজাইন হবে আইফোন ১১ এর তুলনায় কিছুটা কার্ভি। তবে স্ক্রিন সাইজও হবে এই ফোনের সমান। 

ধারণা করা হচ্ছে, আইফোন ১১ এর এ১৩ প্রসেসরই থাকবে এতে। সেই সঙ্গে থাকতে পারে ৩ জিবি এলপিডিডিআর ফোরএক্স র‌্যাম। 

প্রসঙ্গত, সেপ্টেম্বরেই বাজারে এসেছে আইফোন ১১। নতুন এই আইফোনের তিনটি সংস্করণই দামের দিক দিয়ে যথেষ্টই প্রিমিয়াম। 

এদিকে স্পেসিফিকেশনের দিক থেকে প্রায় কাছাকাছি থাকা ওয়ানপ্লাস, স্যামসাং একই বা সমান দামে নিত্যনতুন প্রযুক্তিসহ স্মার্টফোন আনছে। তাদের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতেই কম দামি ফোনের দিকে ঝুঁকতে যাচ্ছে মার্কিন কোম্পানিটি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫