Logo
×

Follow Us

বিজ্ঞান ও প্রযুক্তি

চাঁদে মিলবে ৪জি নেটওয়ার্ক

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০২ নভেম্বর ২০২০, ০৯:০৫

চাঁদে মিলবে ৪জি নেটওয়ার্ক

এবার পৃথিবীর মতো চাঁদেও পাওয়া যাবে ৪জি নেটওয়ার্ক সেবা। এমনটাই বলছে মার্কিন মাহাকাশ গবেষণা সংস্থা নাসা।

নাসার বরাত দিয়ে সংবাদ মাধ্যম সিএনএন জানায়,  এ লক্ষ্যে নাসার সাথে কাজ করছে নোকিয়ার রিসার্চ সংস্থা বেল ল্যাবসের সঙ্গে।

নাসা জানিয়েছে, ২০২২ সালের মধ্যে তারা চাঁদে এই কর্মযজ্ঞ শেষ করতে পারবে। চাঁদে প্রথমে ৪জি/এলটিই নেটওয়ার্ক গড়ে তুলে পরে সেটিকে ৫জিতে রূপান্তরিত করা হবে। এই কাজ সম্পূর্ণ হলে চাঁদে যাওয়া মহাকাশচারীদের সঙ্গে যোগাযোগ রক্ষা অনেক সহজ হবে। মানুষ একধাপেই চাঁদের ব্যাপারে অনেকটা এগিয়ে যাবে। এই পুরো প্রক্রিয়া সম্পন্ন হলে তা এক ঐতিহাসিক পদক্ষেপ বলে গণ্য হবে। কারণ এরপর থেকে ভয়েস ও ভিডিওর মাধ্যমে  চাঁদে বসেই পৃথিবীতে যোগাযোগ করা যাবে। চাঁদ যেন চলে আসবে পৃথিবীর আরো কাছে।

উল্লেখ্য, এর আগেও অবশ্য চাঁদে নেটওয়ার্ক স্থাপনের চেষ্টা করছিল নোকিয়া। ২০১৮ সালের ওই চেষ্টার পর ফের সেই একই কাজে আবার হাত লাগাল তারা।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫