
ট্রাক ভাড়ার স্মার্ট সমাধান ও উন্নত সেবা দিতে অনলাইন অ্যাপভিত্তিক সার্ভিস ‘ট্রাক লাগবে’ তাদের নতুন ভার্সন গুগল প্লে-স্টোরে প্রকাশ করেছে।
জানা যায়, সম্প্রতি প্রকাশিত এই অ্যাপ দিয়ে বাংলাদেশের যেকোনো জায়গা থেকেই ট্রাক ভাড়া করা যাবে।
‘ট্রাক লাগবে’ অ্যাপটি দিয়ে ট্রাক ভাড়ার জন্য ট্রিপের রিকোয়েস্ট করলে সঙ্গে সঙ্গে কাছে থাকা ড্রাইভারদের কাছে নোটিফিকেশন চলে যাবে। ফলে দ্রুত ট্রাক ভাড়া করা যাবে।
এর আগে, ২০১৭ সালের জুলাই মাসে ‘ট্রাক লাগবে’ মোবাইল অ্যাপের পরীক্ষামূলক সংস্করণ উন্মুক্ত করা হয়। তখন থেকে এ পর্যন্ত এই অ্যাপের মাধ্যমে ১০ লাখের বেশি ট্রিপ সম্পন্ন হয়েছে।
শুরু থেকেই অ্যাপটির ব্যবহারকারীরা তাদের চাহিদা অনুযায়ী অ্যাপ নির্মাতা প্রতিষ্ঠানকে ফিডব্যাক দিয়ে আসছে। সেই ফিডব্যাক অনুযায়ী দেশের পরিবহন সেক্টর আধুনিকায়নে সম্প্রতি ‘ট্রাক লাগবে’ অ্যাপের নতুন সংস্করণ প্রকাশ করা হয়েছে। অ্যাপটি দিয়ে ট্রাক ভাড়া করা যেমন সহজ, তেমনি খরচও কম। ঢাকা শহরের ভেতরে ছোট পিকআপ নির্ধারিত রেটে ভাড়া হয়। ঢাকার বাইরে ট্রাক মালিকদের মধ্যে বিডিং সিস্টেমের মাধ্যমে ট্রাক ভাড়া হয়ে থাকে। ট্রিপের জন্য ট্রাকচালক অথবা পণ্য প্রেরক কারোই আর ট্রাকস্ট্যান্ডে যাওয়ার প্রয়োজন নেই।
অ্যাপটির নতুন সংস্করণে ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস, ঝামেলাহীন ঠিকানা নির্বাচন এবং প্রয়োজন অনুযায়ী একাধিক স্টপ পয়েন্ট সংযোজনসহ বেশ কিছু ফিচার যোগ করা হয়েছে। এছাড়াও ঢাকা শহরের মধ্যে ফিক্সড রেটে পিকআপভ্যান ভাড়া, রাউন্ড ট্রিপের জন্য ট্রাক ভাড়া ও সারাদিনের জন্য ট্রাক ভাড়া করার সুযোগ থাকছে। রয়েছে পছন্দসই ড্রাইভারের সঙ্গে ট্রিপ ম্যাচিংয়ের সুবিধা। ‘ট্রাক লাগবে’ অ্যাপের সব ট্রাক ভেরিফাইড। তাই পণ্য পরিবহনের ক্ষেত্রে রয়েছে সুনিশ্চিত নিরাপত্তা।