Logo
×

Follow Us

বিজ্ঞান ও প্রযুক্তি

বাংলাদেশি হ্যাকার গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ফেসবুক

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২০, ১৫:২২

বাংলাদেশি হ্যাকার গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ফেসবুক

বাংলাদেশি দুই হ্যাকার গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে ফেসবুক। ব্যবস্থা নেয়ার তালিকায় রয়েছে ভিয়েতনামভিত্তিক একটি হ্যাকার গ্রুপও।

শুক্রবার (১১ ডিসেম্বর) বাংলাদেশ সময় সকাল ৭টায় ফেসবুক নিউজরুমে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

ফেসবুকের নেটওয়ার্ক অপব্যবহার, ব্যবহারকারীদের অ্যাকাউন্ট হ্যাক, অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিয়ে আপত্তিকর, উসকানিমূলক, রাষ্ট্রবিরোধী পোস্ট দেয়া এবং ম্যালওয়্যার ছড়ানোর অভিযোগে গ্রুপ তিনটির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছে ফেসবুক।
 
গ্রুপ তিনটি হলো- বাংলাদেশের ডন’স টিম, ক্র্যাফ ও ভিয়েতনামের এপিটি ৩২।

বাংলাদেশে যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে, তারা স্থানীয় অধিকারকর্মী, সাংবাদিক, ধর্মীয় সংখ্যালঘু প্রতিনিধি, এমনকি প্রবাসে থাকা কারও কারও অ্যাকাউন্ট হ্যাকিংয়ের সঙ্গে জড়িত। ফেসবুকে ‘কমিউনিটি স্ট্যান্ডার্ড’ ভঙ্গের ভুয়া রিপোর্ট করে কিছু অ্যাকাউন্ট বন্ধ করানোর ক্ষেত্রেও তাদের ভূমিকা ছিলো বলে জানানো হয়েছে।

ফেসবুকের বিবৃতিতে বলা হয়েছে, তাদের তদন্তে বাংলাদেশের দুটো ‘অলাভজনক প্রতিষ্ঠানের’ নাম এসেছে, যারা ইন্টারনেট ভিত্তিক বিভিন্ন সেবার সঙ্গেও জড়িত। এর মধ্যে একটি হলো ডনস টিম, যা ডিফেন্স অব নেশন নামেও পরিচিত। অন্য প্রতিষ্ঠানটির নাম ক্রাইম রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস ফাউন্ডেশন- সিআরএএফ।

এসব প্রতিষ্ঠান ভুয়া অ্যাকাউন্ট, মেধাস্বত্ব চুরি, অশ্লীলতা ও সন্ত্রাসবাদের সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহজনক কর্মকাণ্ডের অভিযোগের বিষয়ে ফেসবুককে রিপোর্ট করত।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫