Logo
×

Follow Us

বিজ্ঞান ও প্রযুক্তি

ভারতের যোগাযোগ স্যাটেলাইট সিএমএস-০১ উৎক্ষেপণ

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২০, ০৯:৪৩

ভারতের যোগাযোগ স্যাটেলাইট সিএমএস-০১ উৎক্ষেপণ

ছবি: ইউএনবি

ভারত পিএসএলভি-সি৫০ রকেটে করে সিএমএস-০১ নামে একটি যোগাযোগ স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করেছে। 

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) কর্মকতারা গত বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।   

স্থানীয় সময় বিকাল ৩টা ৪১ মিনিটের দিকে ব্যাঙ্গালুরুর শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের দ্বিতীয় লঞ্চ প্যাড থেকে কৃত্রিম উপগ্রহটি উৎক্ষেপণ করা হয়।

সফল উৎক্ষেপণের পর ইসরোর চেয়ারম্যান কৈলাসবাদিভো শিভান বলেন, পিএসএলভি-সি৫০-সিএমএস-০১ নিখুঁতভাবে নির্দিষ্ট কক্ষপথে সফল হওয়ায় আমি খুশি।

ইসরোর তথ্য অনুসারে, সিএমএস-০১ উক্ষেপণের মাধ্যমে ভারতের স্যাটেলাইট সংযোগ রক্ষার ক্ষেত্রে পথ আরো সুগম হলো। এটি ভারতের টেলিকমিউনিকেশন পরিষেবাকে উন্নত করবে।

ইসরোর এক বিবৃতিতে বলা হয়, এ কৃত্রিম উপগ্রহটি ভারতের মূল ভূখণ্ড, আন্দামান-নিকোবর ও লাক্ষাদ্বীপে বর্ধিত সি ব্যান্ড পরিষেবা দেবে। ফলে একদিকে যেমন টেলিভিশন চ্যানেলের দৃশ্যমানতা উন্নত হবে। তেমনই টেলিযোগাযোগ ব্যবস্থা ও দুর্যোগ ব্যবস্থাপনায়ও সাহায্য মিলবে।

কর্মকর্তারা জানিয়েছেন, উৎক্ষেপণ হওয়া সিএমএস-০১ হলো ভারতের ৪২তম যোগাযোগ স্যাটেলাইট। -ইউএনবি

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫