Logo
×

Follow Us

বিজ্ঞান ও প্রযুক্তি

ক্লাউড প্রিন্টের শেষ দিন আজ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২০, ১১:৫০

ক্লাউড প্রিন্টের শেষ দিন আজ

আজই বন্ধ হয়ে যাচ্ছে গুগল ক্লাউড প্রিন্ট সার্ভিস। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট পকেট-লিনট জানিয়েছে, নতুন বছরের ১ জানুয়ারি থেকে ফিচারটি আর পাওয়া যাবে না।

ডেস্কটপ এবং মোবাইল উভয় ডিভাইসে কাজ করায় বেশ সহায়ক একটি সেবা ছিলো ক্লাউড প্রিন্ট। পুরোনো প্রিন্টারেরও বাড়তি সুবিধা হিসেবে কাজ করত ফিচারটি।

২০১০ সালে প্রথম এই ফিচার চালু করে গুগল। তবে আশ্চর্যের বিষয় হল ৯ বছর পরও ফিচারটি চলেছে বেটা ট্যাগে।

ক্রোম ওএস-এর প্রিন্টিং ফিচার বা অন্যান্য অপারেটিং সিস্টেমের নিজস্ব প্রিন্টিং ব্যবস্থা ব্যবহারের পরামর্শ দিয়েছে গুগল।

ক্লাউড প্রিন্ট ফিচার বন্ধের এই ঘোষণায় টুইটারে অসন্তোষ প্রকাশ করেছেন অনেক গ্রাহক। হয়তো এ কারণেই ফিচারটি বন্ধের এক বছর আগেই নোটিশ দেয় গুগল।

প্রতিষ্ঠানটি বলছে, নেটিভ প্রিন্টিং অপশনের সাহায্যে সহজেই নিজ ক্রোম অপারেটিং সিস্টেম চালিত ডিভাইসটি জুড়ে নেওয়া যায় নেটওয়ার্কের মধ্যে থাকা যেকোনো সামঞ্জস্যপূর্ণ প্রিন্টারের সঙ্গে। এ জন্য আর ক্লাউড সংযোগের প্রয়োজন পড়ে না।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫