Logo
×

Follow Us

বিজ্ঞান ও প্রযুক্তি

গুগল ডুডলে বাংলা নববর্ষের শুভেচ্ছা

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২১, ০৯:৩৮

গুগল ডুডলে বাংলা নববর্ষের শুভেচ্ছা

বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছে গুগল। আজ বুধবার (১৪ এপ্রিল) গুগলের হোমপেজে নতুন বছর উপলক্ষে এ বিশেষ ডুডল প্রদর্শিত হচ্ছে।

বিশেষ কোনো দিন বা বিশেষ কোনো ব্যক্তির জন্য সার্চবক্সের ওপরে নিজেদের লোগো বদলে বিশেষ দিনটির সাথে মানানসই নকশার যে লোগো তৈরি করা হয় তাকে ডুডল বলা হয়। 

গুগল বিভিন্ন উৎসব ও দিবসে বিশেষ ডুডল প্রকাশ করে থাকে।

এবারের ডুডলে কাগজের তৈরি নকশা করা মুখোশের ওপর রং-তুলির আঁচড় দিতে দেখা গেছে। লাল, হলুদ, মেরুন, সবুজসহ বাহারি রঙে মুখোশকে সাজানো হয়েছে। সাধারণত মঙ্গল শোভাযাত্রায় এ ধরনের মুখোশ ব্যবহার করা হয়ে থাকে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫