Logo
×

Follow Us

বিজ্ঞান ও প্রযুক্তি

প্রথমবারের মতো সুপারনোভার বিশদ ছবি ধারণ

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৯ আগস্ট ২০২১, ০৯:০০

প্রথমবারের মতো সুপারনোভার বিশদ ছবি ধারণ

সুপারনোভা

অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটির (এএনইউ) বিজ্ঞানীরা বিষ্ফোরণের মাধ্যমে একটি একটি নক্ষত্রের মৃত্যুর মুহূর্তগুলো বিশদভাবে এই প্রথম ক্যামেরাবন্দি করেছেন।

 এএনইউয়ের গবেষক দল যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসা ও আন্তর্জাতিক গবেষকের সহযোগিতায় একটি সুপারনোভার অভূতপূর্ব প্রাথমিক মুহূর্তগুলো বিশদভাবে পর্যবেক্ষণ করেছেন। 

গত বৃহস্পতিবার (৫ আগস্ট) প্রকাশিত একটি গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

এএনইউ রিসার্চ স্কুল অব অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্সের গবেষণা প্রধান ও প্রতিবেদনের প্রধান লেখক প্যাট্রিক আর্মস্টং মিডিয়ায় এক বিজ্ঞপ্তিতে বলেন, এই প্রথম কেউ সুপারনোভা বিষ্ফেরণের মাধ্যমে একটি নক্ষত্রের মৃত্যুর মুহূর্তগুলোর দিকে বিশদভাবে নজর দিতে পেরেছে। সুপারনোভার প্রাথমিক পর্যায়ের ঘটনাগুলো খুব দ্রুত ঘটে, তাই বেশিরভাগ টেলিস্কোপের পক্ষে এই রহস্য রেকর্ড করা খুব কঠিন। 

তিনি বলেন, এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য ছিল তা অসম্পূর্ণ ছিল এবং কেবল মহাকর্ষীর টানে সংকোচন ও পরবর্তী বিষ্ফোরণ অন্তর্ভূক্ত ছিল। এটি একটি বড় আবিষ্কার, এতে আমরা অন্য নক্ষত্রগুলোর সুপারনোভা হয়ে ওঠা এবং বিষ্ফেরণের পরবর্তী তথ্য জানতে পারবো। 

যখন কোনো নক্ষত্রের সমস্ত জ্বালানি পুড়িয়ে ফেলে জীবনকালের শেষ সীমায় পৌঁছে এবং নক্ষত্রটির অভ্যন্তরীণ মহাকর্ষীর টানে ধসে পড়ে তখন সেটিতে ভয়ংকর বিষ্ফোরণ ঘটে, বিষ্ফোরণের মাধ্যমে নক্ষত্রের মৃত্যুর এই ঘটনাই সুপারনোভা। 

বিজ্ঞানীরা তথ্য বিশ্লেষণ করে বলেছেন, সুপারনোভা সৃষ্টিকারী এই নক্ষত্রটি আমাদের সূর্যের চেয়ে ১০০ গুণেরও বেশি বড় একটি হলুদ বর্ণালীর জায়ান্ট তারকা। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫