Logo
×

Follow Us

বিজ্ঞান ও প্রযুক্তি

চীনের নতুন ডেটা গোপনীয়তা আইন কার্যকর নভেম্বর থেকে

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২২ আগস্ট ২০২১, ১৩:৪৩

চীনের নতুন ডেটা গোপনীয়তা আইন কার্যকর নভেম্বর থেকে

প্রতীকী ছবি

নতুন ডেটা গোপনীয়তা আইন পাস করেছে চীন সরকার। আইনটি আগামী ১ নভেম্বর থেকে কার্যকর হবে। ব্যক্তিগত তথ্য কীভাবে সংগৃহীত ও ব্যবহৃত হবে সেটির উপর নিষেধাজ্ঞা জারি করবে আইনটি। 

সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, আইনটি প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জন্য চীনের ভোক্তাদের ডেটায় প্রবেশ ও সেগুলো ব্যবহার করা উল্লেখযোগ্যভাবে কঠিন করে দেবে। চাইলে আইনটির মাধ্যমে ভোক্তারা ‘টার্গেটেড’ বিজ্ঞাপন বন্ধ রাখতে এবং ‘অতিরিক্ত ডেটা সংগ্রহ’ বাদ দিতে পারবেন।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া এক প্রতিবেদনে জানিয়েছে, গোপনীয়তা আইনটির কারণে বায়োমেট্রিক্স, মেডিকেল ডেটা, আর্থিক অ্যাকাউন্ট ও অবস্থান ডেটার মতো সংবেদনশীল ব্যক্তিগত তথ্য প্রক্রিয়াকরণের সময় ব্যক্তির সম্মতি নিতে হবে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর।

এ সপ্তাহের শুরুতে চীনের কর্মকর্তারা জানিয়েছিলেন, তারা উইচ্যাটসহ কয়েক ডজন অ্যাপ খুঁজে পেয়েছেন যেগুলো মানুষের যোগাযোগ ও অবস্থান ডেটা স্থানান্তরে নৈতিকতার তোয়াক্কা করে না।

সম্প্রতি নিজ দেশের প্রযুক্তি প্রতিষ্ঠনের ব্যাপারে কঠোর অবস্থান নিয়েছে চীন। উইচ্যাট অ্যাপের ‘ইউথ মোডের’ মাধ্যমে শিশু সুরক্ষা আইনের লঙ্ঘন হয়েছে এমন অভিযোগে অ্যাপটির মালিক প্রতিষ্ঠান টেনসেন্টের বিরুদ্ধে মামলা করেছে দেশটির সরকার।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫