Logo
×

Follow Us

বিজ্ঞান ও প্রযুক্তি

জুম অ্যাপে যেভাবে পরিবর্তন করবেন নাম ও ছবি

Icon

প্রযুক্তি ডেস্ক

প্রকাশ: ২২ আগস্ট ২০২১, ১৭:৪২

জুম অ্যাপে যেভাবে পরিবর্তন করবেন নাম ও ছবি

জুম অ্যাপ

বিশ্বজুড়ে চলছে করোনা মহামারি। এ কারণে করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে বাসায় বসে অনলাইনের মাধ্যমেই করা হচ্ছে বেশির ভাগ কাজ। ফলে অনলাইনে মিটিং, অনুষ্ঠান, শিক্ষা কার্যক্রম পরিচালনার অন্যতম মাধ্যম হয়ে উঠেছে ‘জুম’ অ্যাপ। 

ডেস্কটপ ও স্মার্টফোন দুটি প্ল্যাটফর্মেই জুম অ্যাপ রয়েছে। এ দুটি প্ল্যাটফর্মেই মিটিং লিংকের সাহায্যে জুম অ্যাপ ব্যবহার করে যোগদান করতে হয়। কিন্তু অফিসের সভায় যে নাম ও ছবি ব্যবহার করা হয় সেই নাম ও ছবি ব্যক্তিগত অন্য কাজের ক্ষেত্রে পরিবর্তনের দরকার হতে পারে। এ ক্ষেত্রে দুটি প্ল্যাটফর্মেই অ্যাপ হালনাগাদ রাখতে হবে। 

স্মার্টফোনে জুম অ্যাপে নাম ও ছবি পরিবর্তন করবেন যেভাবে–

১. জুম অ্যাপে প্রবেশ করুন। 

২. জুম অ্যাপ্লিকেশনটির স্ক্রিনের নিচের ডান পাশে ‘সেটিংস’-এ ক্লিক করুন। 

৩. এরপর আপনার নামের ওপর ক্লিক করুন। 

৪. আপনার নাম পরিবর্তন করতে ‘ডিসপ্লে নেম’-এ ক্লিক করুন। 

৫. পপ-আপ বক্সে আপনার নাম পরিবর্তন করুন। 

৬. এ ছাড়া আপনার ছবি পরিবর্তন করতে ‘প্রোফাইল ফটো’-তে ক্লিক করুন এবং নতুন ছবি তোলা বা আপনার গ্যালারি থেকে একটি ছবি নির্বাচন করুন। 

ডেস্কটপে জুম অ্যাপে নাম ও ছবি পরিবর্তন করবেন যেভাবে-

১. প্রথমে জুম অ্যাপে প্রবেশ করুন। 

২. অ্যাপ্লিকেশনটির স্ক্রিনের নিচে ‘পার্টিসিপান্টস’-এ ক্লিক করতে হবে। তখন অংশগ্রহণকারীদের একটি তালিকা দেখা যাবে। 

২. আপনার নামের ওপর ক্লিক করে ‘মোর’-এ ক্লিক করুন। 

৩. এরপর ‘রিনেইম’-এ ক্লিক করুন এবং পপ-আপ উইন্ডোতে আপনার পছন্দসই নাম লিখুন। 

৪. এ ছাড়া প্রোফাইলে ছবি যুক্ত করতে একইভাবে ‘মোর’-এ ক্লিক করুন। এরপর ‘অ্যাড এ প্রোফাইল পিকচার’-এ ক্লিক করুন। আপনার ফাইল ব্রাউজার থেকে একটি ছবি নির্বাচন করুন। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫