Logo
×

Follow Us

বিজ্ঞান ও প্রযুক্তি

চার্জিং পোর্ট ছাড়া আইফোন আনছে অ্যাপল

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০১৯, ১৩:০১

চার্জিং পোর্ট ছাড়া আইফোন আনছে অ্যাপল

ছবি: বিজনেস ইনসাইডার।

বাজারে আসছে অ্যাপলের চার্জিং পোর্ট ছাড়া নতুন আইফোন। এটি ২০২১ সালে বাজারে আসবে বলে ধারণা করা হচ্ছে।

নতুন আইফোনে এয়ারফোনেরও কোনো পোর্ট থাকবে না বলেও জানা যায়।

কোনো ধরনের চার্জের পোর্ট কিংবা এয়ারফোনের পোর্ট ছাড়া কীভাবে চলবে আইফোন- এমন প্রশ্ন এখন অনেকেরই। যদিও ইতোমধ্যে কোনো ধরনের তার ছাড়াই এয়ারপড পাওয়া যাচ্ছে আইফোনের, যেখানে চাইলেই গান শোনা, কথা বলাসহ সবকিছুই করা যায়। 

যদি নতুন ফোনে যদি একান্তই পোর্ট ছাড়া হয় তাহলে চার্জ দেওয়ার একমাত্র পদ্ধতি হবে ওয়্যারলেসভিত্তিক।

অ্যাপল ইতোমধ্যে চার্জিং প্যাড বাজারে ছেড়েছে, যার মাধ্যমে কোনো ধরনের প্লাগ-ইন সুবিধা ছাড়াই চার্জ করা যায়।

বিভিন্ন স্থানে চার্জিং প্যাড থাকলে তার ওপর আইফোন রেখে দিলেই চার্জ হয়ে যাবে। তবে অ্যাপলের চার্জিং প্যাড এখনো তেমনভাবে বাজারে চালু হয়নি। ওয়্যারলেস চার্জিংয়ের ক্ষেত্রে অ্যাপল সাধারণত কিআই সিস্টেম ব্যবহার করে, যেখানে পাওয়ার রেটিং থাকে কম।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫