Logo
×

Follow Us

বিজ্ঞান ও প্রযুক্তি

হোয়াটস অ্যাপ না খুলেই দেখা যাবে চ্যাটের ছবি-ভিডিও

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২১, ১১:০৯

হোয়াটস অ্যাপ না খুলেই দেখা যাবে চ্যাটের ছবি-ভিডিও

ফাইল ছবি

বিশ্বব্যাপী ২০০ কোটির বেশি গ্রাহক নিয়মিত হোয়াটস অ্যাপ ব্যবহার করেন। হোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইফোন দুইটি সিস্টেমেই সবচেয়ে বেশি জনপ্রিয় অ্যাপ। যা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। ফলে ব্যবহারকারীদের এই চাহিদার কথা মাথায় রেখে হোয়াটসঅ্যাপ নিয়ে আসছে একের পর এক নতুন ফিচার। ব্যবহারকারীরা পাচ্ছেন বিভিন্ন ধরনের সুবিধা। এবার হোয়াটসঅ্যাপ একটি আকর্ষণীয় ফিচার নিয়ে আসছে।

আপনি কোনো মেসেজ পড়ে নিলে যে ব্যক্তি সেই মেসেজ পাঠিয়েছেন, তিনি তা জানতে পারেন। এবার এই প্ল্যাটফর্মে নতুন এক ফিচার যুক্ত হয়েছে যার সাহায্যে প্রেরককে আপনি জানতেই দেবেন না যে, আপনি সেই মেসেজ পড়েছেন কি না। অর্থাৎ, আপনি চাইলে সেই ব্লু টিক অপশন বন্ধ করে রাখতে পারবেন।

আবার হোয়াটস অ্যাপের মাধ্যমে ছবি অথবা ভিডিও পাঠালে তা হোয়াটস অ্যাপ ওপেন না করে দেখে নেয়ার কোনো উপায় থাকে না। তবে, আপনি চাইলেই হোয়াটস অ্যাপ ওপেন না করেও ছবি অথবা ভিডিও দেখে নিতে পারেন। কোনো হোয়াটস অ্যাপ চ্যাট না খুলে যেভাবে ছবি দেখে নেবেন- 

আইফোন গ্রাহকরা হোয়াটস অ্যাপ ওপেন না করেই ছবি ও ভিডিও দেখবেন যেভাবে-

  • প্রথমেই হোয়াটস অ্যাপ- এর সব চ্যাট থেকে বেরিয়ে আসুন।
  • এবার যে চ্যাট থেকে ছবি অথবা ভিডিও দেখতে চান, সেই চ্যাটে ট্যাপ করে হোল্ড করে More অপশন সিলেক্ট করে Export Chat অপশনটি বেছে নিন।
  • এবার Files-এ সেভ করুন।
  • তার পরে একটি ফোল্ডার বেছে নিন। কোন ফোল্ডার পছন্দ করলেন, তা অবশ্যই মনে রাখতে হবে।
  • এর পরে যেখানে চ্যাট এক্সপোর্ট করেছেন, সেই ফাইল ওপেন করে ছবি অথবা ভিডিও দেখে নিন।

আইফোন ইউজারদের জন্য হোয়াটসঅ্যাপ চ্যাট ওপেন না করে ছবি-ভিডিও দেখার অপশন থাকলেও, অ্যান্ড্রয়েড গ্রাহকদের জন্য এমন কোনো উপায় আপাতত নেই। কারণ, অ্যান্ড্রয়েড গ্রাহকদের জন্য Export Chat অপশন ওপেন করতে হলে সেই চ্যাট খুলতেই হবে। চ্যাটে প্রবেশ না করে এই অপশন ব্যবহারের কোনো উপায় নেই। তাই, এই মুহূর্তে শুধুমাত্র আইফোন গ্রাহকরাই হোয়াটস অ্যাপ চ্যাট ওপেন না করেই ছবি অথবা ভিডিও দেখতে পারবেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫