হয়রানি ঠেকাতে ইনস্টাগ্রামে ‘ক্যাপশন ওয়ার্নিং’

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০১৯, ১৩:২০

ফেসবুক মালিকানাধীন ফটো শেয়ারিং প্লাটফরম ইনস্টাগ্রাম হয়রানি প্রতিরোধে এনেছে ‘ক্যাপশন ওয়ার্নিং’ ফিচার।
এখন থেকে কোনো ব্যবহারকারীর ছবি বা ভিডিওর ক্যাপশন নিয়ে হেনস্তা করা বা হয়রানির চেষ্টা করা হলে সতর্কবার্তা জানাবে ইনস্টাগ্রাম।
এ ধরনের ক্যাপশনের ক্ষেত্রে সতর্কীকরণ নোটিফিকেশন দেখাবে সেবাটি। সতর্কীকরণ নোটিফিকেশনে লেখা থাকবে, ‘রিপোর্ট হওয়া অন্যান্য ক্যাপশনের সঙ্গে এটি মিলে যাচ্ছে।’
এরপর ব্যবহারকারীকে ক্যাপশনটি পরিবর্তন করার সুযোগ দেবে ইনস্টাগ্রাম। চাইলে কোনো পরিবর্তন না এনেও ওই ক্যাপশন শেয়ার করতে পারবেন ব্যবহারকারী।
হয়রানি ঠেকাতে বেশ আগে থেকেই কাজ করছে ইনস্টাগ্রাম। অক্টোবরে ‘রেসট্রিক্ট’ নামের একটি বৈশ্বিক ফিচারও নিয়ে এসেছে সেবাটি। কোনো পোস্ট বা বাজে মন্তব্যের মাধ্যমে হয়রানির চেষ্টা করা হলে, ওই ফিচারটির সাহায্য নেয়া যাবে।