অ্যাপলের স্মার্টঘড়িতেই মাপা যাবে ডায়াবেটিস

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২১, ১০:৩০

ছবি: সংগৃহীত
ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের জন্য সুখবর। এখন থেকে ঘরে বসেই স্মার্টঘড়ির সাহায্যে মাপা যাবে ডায়াবেটিস।
টেক জায়ান্ট অ্যাপলের স্মার্টঘড়িতে রক্তে গ্লুকোজ মাপার সুবিধা যুক্ত হচ্ছে বলে জানা যায়।
ডিজি টাইমসের বরাতে সংবাদমাধ্যম উবারগিজমো জানায়, অ্যাপল এমন একটি প্রযুক্তি বের করা নিয়ে কাজ করছে। প্রতিষ্ঠানগুলো কোনো রক্তের প্রয়োজন ছাড়াই সেন্সরের মাধ্যমে রক্তে গ্লুকোজের পরিমাণ নির্ণয়ের চেষ্টা করছে।
গুঞ্জন উঠেছে সুঁই ফোটানোবিহীন প্রযুক্তি নিয়ে এ বছরই অ্যাপল ওয়াচ বাজারে আসতে পারে। বিষয়টি গুঞ্জন হলেও এর সম্ভাবনা উড়িয়ে দেয়ার মতো নয়। অনেকের দাবি, এক বছরের মধ্যে অ্যাপল ওয়াচ এমন প্রযুক্তি নিয়ে আসবে। তবে অ্যাপল ওয়াচে অনেক হেলথ ফিচার থাকলেও সেগুলো যেমন মেডিক্যাল যন্ত্রপাতির বিকল্প হতে পারেনি, ঠিক তেমনই এই ফিচারটি এলেও সচেতন রোগীর জন্য ডাক্তারের পরামর্শের কোনো বিকল্প নেই।