Logo
×

Follow Us

বিজ্ঞান ও প্রযুক্তি

শাওমি ইউজারদের মিলনমেলা ‘মি পপ’

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২০, ১২:৩৩

শাওমি ইউজারদের মিলনমেলা ‘মি পপ’

শাওমি ব্যবহারকারীদের নিয়ে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে  মিলনমেলা ‘মি পপ’। 

শাওমি বাংলাদেশের অফিসিয়াল ফ্যান কমিউনিটি ‘মি কমিউনিটি’র সদস্যদের নিয়ে আগামী ১৬ জানুয়ারি রাজধানীর একটি অভিজাত হোটেলে এ মিলনমেলার আয়োজন করছে শাওমি বাংলাদেশ।

মি পপ শাওমি ব্যবহারকারীদের এক ধরনের গেট টুগেদার বা মিলনমেলা যেখানে সারাদেশের শাওমি ফ্যানরা একত্রিত হয় এবং উদযাপন করে। প্রতিবছর ভারতে বেশ ঘটা করে এ আয়োজন করা হয়। এবার বাংলাদেশেও মি পপ আয়োজন করছে শাওমি।

শাওমি ২০১২ সাল থেকে চীনের বেইজিং, সাংহাই, গুয়াংজু এবং শেনজেনের মতো শহরগুলোতে এ ধরনের মিলনমেলা আয়োজন করে আসছে। এখন পর্যন্ত বিশ্বের ৩০টির বেশি শহরে ৫০টির অধিক মি পপ আয়োজিত হয়েছে। 

এ প্রসঙ্গে শাওমি কমিউনিটি বাংলাদেশের সুপার মডারেটর রায়হান হাসান বলেন, বাংলাদেশে শাওমি অফিসিয়ালি যাত্রা শুরু করার পর থেকেই আমরা মি পপের জন্য অধীরভাবে অপেক্ষা করছি। আশা করছি এই মি পপ বাংলাদেশের শাওমি ফ্যানদের জন্য একটি দারুণ অভিজ্ঞতা হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫