Logo
×

Follow Us

বিজ্ঞান ও প্রযুক্তি

মেয়াদহীন ডাটা প্যাকেজ দেবে টেলিটক

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ মার্চ ২০২২, ০১:৩০

মেয়াদহীন ডাটা প্যাকেজ দেবে টেলিটক

ফাইল ছবি

রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর প্রতিষ্ঠান টেলিটকে ইন্টারনেট ডাটা প্যাকেজে ব্যবহারকারীদের জন্য মেয়াদের সীমাবদ্ধতা তুলে দেওয়া হচ্ছে। আগামী ১৭ মার্চ থেকে এই কার্যক্রম শুরু হবে।

গতকাল মঙ্গলবার (১৬ মার্চ) ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) আয়োজনে মোবাইল ফোন অপারেটরগুলোর ডাটা সংশ্লিষ্ট প্যাকেজ নির্দেশিকা বাস্তবায়ন উদ্বোধনের সময় এ কথা বলেন তিনি।

পরে মোস্তাফা জব্বার তার ভেরিফাইড ফেসবুক ওয়ালে এক স্ট্যাটাসে জানান, বাংলাদেশের টেলিকমিউনিকেশনের জগতে আজ একটি নতুন ইতিহাস তৈরি হলো। এখন থেকে আপনি আপনার মোবাইল ডাটা ক্যারি ফরোয়ার্ড করতে পারবেন।

সবচেয়ে বড় খবর হলো যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান টেলিটক ১৭ মার্চ থেকে মেয়াদহীন ডাটা প্যাকেজ দিচ্ছে। এটি আমার জন্য ও বাংলাদেশের মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য এক ঐতিহাসিক ও অসাধারণ মাইলফলক। জয় বাংলা।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫