Logo
×

Follow Us

বিজ্ঞান ও প্রযুক্তি

স্বাধীনতা দিবসে গুগলের ডুডল

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৬ মার্চ ২০২২, ০৯:৪০

স্বাধীনতা দিবসে গুগলের ডুডল

ছবি: সংগৃহীত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ শনিবার (২৬ মার্চ)। দিবসটি উপলক্ষে বিশেষ ডুডল তৈরি করেছে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল।

গুগল ডট কম খুলতেই তাই চোখে পড়ে দুলতে থাকা লাল সবুজের পতাকা। সেই সঙ্গে লোগোতে থাকা ইংরেজিতে গুগলের ফন্টটাও কিছুটা বদলে দেওয়া হয়েছে।

গুগলের ডুডলটি শুধু বাংলাদেশ থেকেই দেখা যাচ্ছে। এর আগেও বেশ কয়েক বছর ধরেই স্বাধীনতা দিবসে বিশেষ ডুডল প্রকাশ করে গুগল। ২০১৩ সালে প্রথমবার স্বাধীনতা দিবসের ডুডল প্রদর্শন করেছিল গুগল কর্তৃপক্ষ।

বিশ্বের বিভিন্ন দেশ, বিখ্যাত ব্যক্তি ও আবিষ্কার নিয়ে ডুডল প্রকাশ করে গুগল। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের স্বাধীনতা দিবসে দৃষ্টিনন্দন ডুডল প্রকাশ করেছে জনপ্রিয় সার্চ ইঞ্জিনটি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫