জোমাটোর কাছে খাবারের ব্যবসা বিক্রি উবারের

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২০, ১৪:১৯

ভারতে ধারাবাহিকভাবে ক্ষতির সম্মুখীন হওয়ায় নিজেদের খাবারের ব্যবসা জোমাটোর কাছে বিক্রি করে দিয়েছে উবার।
উবার ইটস কিনে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জোমাটোর কর্ণধার দীপিন্দর গোয়েল।
হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, ভারতে এখন থেকে আর উবার ইটসের অস্তিত্ব থাকবে না, মিশে যাবে ফুড ডেলিভারি অ্যাপ জোমাটোর সঙ্গে। পরিবর্তে জোমাটোর ৯.৯ শতাংশ শেয়ার পাবে উবার।
উবার জানিয়েছে, সারা বিশ্বজুড়ে ক্ষতি কমানোর দিকে আরেকটি পদক্ষেপ এটি।
দীপিন্দর বলছেন, ‘এই সেক্টরে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছে কিন্তু সামগ্রিকভাবে খাদ্য পরিষেবার ব্যবসায় এটি অত্যন্ত ক্ষুদ্র অংশ।’
যেসব গ্রাহক ও কর্মীরা উবার ইটসের সঙ্গে যুক্ত ছিলেন, তাদের জোমাটোয় অন্তর্ভুক্ত করা হবে বলেও জানিয়েছেন তিনি।
ভারতে উবার ইটস চালু হয় ২০১৭ সালে। উবার প্রচুর ডিসকাউন্ট দিয়ে ফুড ডেলিভারি ব্যবসায় নিজেদের প্রভাব বৃদ্ধি করতে চেয়েছিলো, কিন্তু জোমাটো ও সুইগির সঙ্গে সাফল্য আসেনি।