Logo
×

Follow Us

বিজ্ঞান ও প্রযুক্তি

মেটাভার্সে ভার্চুয়াল জগতে নারীকে গণধর্ষণ!

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৭ মে ২০২২, ১৭:২৮

মেটাভার্সে ভার্চুয়াল জগতে নারীকে গণধর্ষণ!

নিনা জেন পটেল। ছবি: সংগৃহীত

মেটাভার্স অ্যাপের হরাইজন ওয়ার্ল্ডে ২১ বছর বয়সী এক তরুণী ‘ভার্চুয়ালি গণধর্ষণ’-এর শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

নিনা জেন পটেল নামের ওই ব্রিটিশ এক নাগরিক হরাইজন ওয়ার্ল্ড সংস্থার সহ-প্রতিষ্ঠাতা এবং ভাইস প্রেসিডেন্ট। তিনি অ্যাপটিতে গবেষণার কাজ করছিলেন।

তার অভিযোগ, তিনি ‘মেটা’-র ভাচু‌র্য়াল প্ল্যাটফর্ম ‘হরাইজন ওয়ার্ল্ড’-এ নির্যাতনের শিকার হয়েছেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টও করেন নিনা।

এতে বলা হয়, ওই ঘটনা ঘটনার সময় আরেকজন ইউজার তাকে ধর্ষিত হতে দেখে এক বোতল ভদকা দিয়ে যান।

‘সাম অব আস’ নামের একটি অলাভজনক প্রতিষ্ঠানের হয়ে গবেষণার কাজে ২১ বছর বয়সী ওই তরুণীকে ভার্চুয়াল জগতে পাঠানো হয়।

ভার্চুয়াল জগতে যাওয়ার এক ঘণ্টা পরই তার অ্যাভাটারটি যৌন হয়রানির শিকার হয়।

তিনি বলেন, ‘খুবই খারাপ লাগার আর ভয়াবহ একটা অনুভূতি ছিল এটা।’

নাম প্রকাশে অনিচ্ছুক ওই তরুণী বলেন, এটা এত তাড়াতাড়ি ঘটে যে আমি কিছুই বুঝতে পারিনি প্রথমে। আমার মস্তিষ্কের একটা অংশ আমাকে বলে, এটা কী হচ্ছে আমার সঙ্গে, আরেকটা অংশ বলে এটা তো সত্যিকারের শরীর নয়, আরেকটা অংশ বলে, এটা গুরুত্বপূর্ণ গবেষণার বিষয়।’

উল্লেখ্য, ওই তরুণী একজন নারী অ্যাভাটার বেছে নিয়েছিলেন এবং নারীদের পোশাক পরিয়েছিলেন সেটিকে।

মেটার সঙ্গে কথা বলে মেইল অনলাইন জানায়, তারা জানিয়েছেন ওই গবেষক তার ব্যক্তিগত সীমানা ফিচারটি চালু করেননি বলেই এমনটা হয়েছে। ব্যক্তিগত সীমানা ফিচার এমন একটি ফিচার, যেখানে কেউ কারো বন্ধু না হলে চার ফুট সীমানার ভেতর আসতে পারেন না।

ওই কর্মকর্তা আরো বলেন, ‘অপরিচিত পরিসরে আমরা সেফটি ফিচারটি বন্ধ না করার পরামর্শ দিই।’

গত বছরের ডিসেম্বরে হরাইজন ওয়ার্ল্ডস মুক্তি দেয় মেটা। যেখানে ব্যবহারকারীরা একে অন্যের সঙ্গে খেলতে পারবেন এবং নিজেদের ভার্চুয়াল জগৎ তৈরি করতে পারবেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫