Logo
×

Follow Us

বিজ্ঞান ও প্রযুক্তি

মহাকাশে ধ্বংস নাসার জোড়া উপগ্রহ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ জুন ২০২২, ১৪:১৭

মহাকাশে ধ্বংস নাসার জোড়া উপগ্রহ

মহাকাশে তিনটি কক্ষপথে ছয়টি উপগ্রহ রেখে আসার কথা ছিল রকেট অ্যাস্ট্রার। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা ন্যাশনাল অ্যারোনটিকস অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের (নাসা) দুইটি উপগ্রহ রকেট থেকে বিচ্ছিন্ন হয়ে কক্ষপথে প্রবেশের ঠিক আগেই যান্ত্রিক গোলযোগের কারণে মহাকাশে হারিয়ে গিয়েছে বলে জানা গেছে। 

গতকাল সোমবার (১৩ জুন) এই মহাকাশ গবেষণা সংস্থার পক্ষ থেকেই বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ঘূর্ণিঝড়ের নিখুঁত খবর মহাকাশ থেকে নাসাকে জানানোর জন্য উপগ্রহ দুইটি মহাকাশে পাঠানো হয়েছিলো। 

এই বিষয়ে নাসা জানিয়েছে, ওই দুইটি কৃত্রিম উপগ্রহকে হারালেও বাকি উপগ্রহের সাহায্যে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছোতে তাদরে কোনো সমস্যা হবে না।

উল্লেখ্য, গরমের দেশে হঠাৎ হঠাৎ তৈরি হওয়া ঘূর্ণিঝড়ের খবর আগাম জানতে মহাকাশে ছয়টি কৃত্রিম উপগ্রহ পাঠিয়েছিল নাসা। এই ছয়টি উপগ্রহকে মহাকাশে তিনটি কক্ষপথে ছেড়ে আসার কথা ছিল নাসার অ্যাস্ট্রা রকেটের। সেই মতো প্রথম পর্যায়ে রকেট থেকে বিচ্ছিন্ন হওয়ার কাজ সফল ভাবেই হয়। দ্বিতীয় পর্যায়ে পূর্ব নির্ধারিত কক্ষপথে সেগুলোর পৌঁছানোর কথা ছিলো। 

এই দ্বিতীয় পর্যায়ে কিছু প্রযুক্তিগত গোলযোগের কারণে ওই দুইটি উপগ্রহ নির্দিষ্ট কক্ষপথে পৌঁছতে পারেনি বলে জানিয়েছে নাসা।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫