Logo
×

Follow Us

বিজ্ঞান ও প্রযুক্তি

মোবাইলে ফ্রি ওয়াইফাই সংযোগ পাওয়ার কৌশল

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৪ জুন ২০২২, ২০:২২

মোবাইলে ফ্রি ওয়াইফাই সংযোগ পাওয়ার কৌশল

ফাইল ছবি

ইন্টারনেট সহজ লভ্য হওয়ায় সবার বাসাতেই এর সংযোগ রয়েছে। কিন্তু অনেক সময় পাবলিক প্লেসে গেলে জরুরি ভিত্তিতে ইন্টারনেট সংযোগের প্রয়োজন হয়। এক্ষেত্রে অনেকে বিনামূলে ওয়াইফাই সংযোগ খুঁজে থাকেন। আবার কিছু তরুণ-তরুণী আছেন যারা সব স্থানে গিয়ে ফ্রি ওয়াইফাই ব্যবহার করার সুবিধা খোঁজেন। কিন্তু কৌশল জানা না থাকায় ফ্রি ওয়াইফাই ব্যবহারের সুযোগ থেকে তারা বঞ্চিত হন।

আজকাল গ্রাহকদের সুবিধা প্রদানের জন্য অনেক রেস্টুরেন্ট, শপিংমল এবং বইয়ের দোকানে ফ্রি ওয়াইফাই সুবিধা প্রদান করা হয়ে থাকে। তবে কোন কোন স্থানে ফ্রি ওয়াইফাই ব্যবহারের সুবিধা রয়েছে তা আপনি সহজেই জেনে নিতে পারবেন দুটি অ্যাপস ব্যবহার করে।

অ্যান্ড্রয়েড ও আইফোন ব্যবহারকারীরা Instabridge এবং WiFi Map অ্যাপস ব্যবহার করে জেনে নিতে পারেন আপনি যে স্থানে রয়েছেন সেখানে ফ্রি ওয়াইফাই ব্যবহারের সুযোগ রয়েছে কিনা। কিংবা আশেপাশের কোথাও আছে কিনা। 

এই অ্যাপসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে কোন এরিয়াতে ফ্রি পাবলিক ওয়াইফাই এবং হটস্পট রয়েছে।

সূত্র: সিনেট

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫