
ছবি: সংগৃহীত
মেসেঞ্জারে আগে থেকে ডার্ক মুড থাকলেও ফেসবুকে ছিলো না। অবশেষে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে যুক্ত হচ্ছে ডার্ক মুড।
দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, ডার্ক মুড ইতিমধ্যে স্বল্প পরিসরে চালু করেছে ফেসবুক। এখনো সব ব্যবহারকারীর স্মার্টফোনে এটি আসেনি। পর্যায়ক্রমে সবাই সুবিধাটি পাবেন।
গত নভেম্বর থেকে ফেইসবুক ডার্ক মুড নিয়ে কাজ শুরু করে।
নিজের স্মার্টফোনে ফেইসবুকের ডার্ক মুড অপশনটি পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করেছেন এক ব্যবহারকারী। একই সময়ে আরো কয়েকজন ব্যবহারকারী ফেইসবুক ডার্ক মুডের স্ক্রিনশট নিয়ে টুইটারে শেয়ার করেছেন।
ফেসবুকে ডার্ক মুড থাকলে স্মার্টফোনের চার্জ যেমন অনেক কম খরচ হয় তেমনি ব্যবহারকারীদের দীর্ঘ সময় স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে চোখের সমস্যা কমে আসে।
ডার্ক মুড পুরোপুরি চালু হলে সবাইকে অবহিত করা হবে বলে ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে।