Logo
×

Follow Us

বিজ্ঞান ও প্রযুক্তি

শিশুদের স্মার্টফোন আসক্তি দূর করবে অ্যাপলের ‘ডিজিটাল লক’

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২০, ১১:২৬

শিশুদের স্মার্টফোন আসক্তি দূর করবে অ্যাপলের ‘ডিজিটাল লক’

ছবি: জি নিউজ।

যেকোনো বয়সের মানুষের স্মার্টফোনের প্রতি আসক্তি রয়েছে। তবে বড়দের চেয়েও শিশুদের স্মার্টফোন আসক্তি বেশি। এ কারণে দুশ্চিন্তায় রয়েছে অনেক মা-বাবা।

কারণ সারাদিন স্মার্টফোন নিয়ে ব্যস্ত থেকে তারা পড়াশোনায় পিছিয়ে পড়ছে। শুধু তাই নয়, শিশুদের শারীরিক ও মানসিক ক্ষতির জন্যও এটি দায়ী।

জি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, শিশুকে নিয়ে অভিভাবকদের এমন উদ্বেগ কমাতে বিখ্যাত মোবাইল নির্মাতা সংস্থা অ্যাপল নিয়ে আসছে ‘ডিজিটাল লক’ সুবিধা।

অ্যাপলের দুই বিনিয়োগকারী কোম্পানিটিকে অনুরোধ করেছেন, শিশুদের স্মার্টফোনের আসক্তি থেকে রক্ষা করতে। অ্যাপলের বিনিয়োগকারীরা ‘ডিজিটাল লক’ চালু করার জন্যও আবেদন জানিয়েছেন। 

ফলে অ্যাপল এমন একটি সফটওয়্যার নিয়ে আসছে, যা ঠিক করে দেবে শিশুদের স্মার্টফোন ব্যবহারের সময়সীমা। 

এমন উদ্বেগজনক পরিস্থিতিতে অ্যাপলের এই 'ডিজিটাল লক'-এর পরিকল্পনা বেশ সাড়া ফেলেছে। লন্ডন স্কুল অব ইকোনমিকসের সামাজিক মনোবিজ্ঞানের অধ্যাপক সোনিয়া লিভিংস্টোন জানান, অ্যাপলের এই উদ্যোগ শুনে তিনিও খুশি হয়েছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫