Logo
×

Follow Us

বিজ্ঞান ও প্রযুক্তি

বিরক্তিকর বিজ্ঞাপন বন্ধের বিধি

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২০, ১৩:০৭

বিরক্তিকর বিজ্ঞাপন বন্ধের বিধি

ফেসবুকে স্ক্রল করতে করতে বিভিন্ন প্রতিষ্ঠান ও পণ্যের বিজ্ঞাপন সামনে চলে আসে। আর এটি অনেকেরই বিরক্তির কারণ। তবে এর থেকে মুক্তি পাওয়ারও উপায় আছে।

বিজ্ঞাপন সামনে আসার কারণ 

ফেসবুকে প্রায়ই একই ধরনের বিজ্ঞাপন একের পর এক দেখায়। এর কারণ হলো,  আপনি হয়তো কোনো কিছু খুঁজতে একবার গুগল বা কোনো ওয়েবসাইটে ঢুকেছেন। পরবর্তীতে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে সেসব পণ্য বা সেবার বিজ্ঞাপনই আপনাকে বার বার দেখায় ফেসবুক।

ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে,  অনেক প্রযুক্তিবিদদের মতে, আপনার বর্তমান লোকেশন থেকে শুরু করে আপনার গোপন তথ্য মোটা অঙ্কে বেচাকেনা চলে। 

বেশ কয়েকটি কোম্পানি ফেসবুককে আপনার বাস্তব জীবনের নানা ‘অ্যাক্টিভিটি’ সম্পর্কিত তথ্য সরবরাহ করে। ফলে আপনার প্রোফাইলে যেকোনো বিজ্ঞাপন উন্মুক্তভাবে আসে।

বিজ্ঞাপন বন্ধ করার উপায়

প্রথমে ফেসবুকের সেটিংসে যান। সেখানে থেকে ফেসবুক ইনফরমেশন, এরপর ‘Off-Facebook activity’ অপশনে ক্লিক করুন। এই অপশন ক্লিক করলেই আপনি বিরক্তিকর বিজ্ঞাপন দেখা থেকে বিরত থাকতে পারবেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫