এবার বাংলাদেশের ফেসবুকেও ডার্ক মুড

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৩৪

বিশ্বব্যাপী ডার্ক মুড চালু করেছে ফেসবুক। বাংলাদেশের ফেসবুক ব্যবহারকারীদের কেউ কেউ এ সুবিধা ভোগ করতে পারছেন।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকাল চারটার দিকে ফেসবুক থেকে ডার্ক মুড নোটিফিকেশন পান জাতীয় চলচিত্র পুরস্কার প্রাপ্ত কাহিনিকার সুদীপ্ত সাইদ খান।
তিনি জানান, ফেসবুক তাকে বেটা ভার্সন নিশ্চিত করার পরামর্শ দেয়। এরপর ডার্ক, লাইট দুটো অপশন আসলে তিনি ডার্ক বেছে নেন। সঙ্গে সঙ্গে তার ডেস্কটপে পুরো ফেসবুক কালো হয়ে যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমের এই অ্যাপটির মেসেঞ্জারে আগে ডার্ক মুড থাকলেও ফেসবুকে ছিল না।
সুদীপ্ত বলেন, ডেস্কটপে ডার্ক মুড চালু হলেও তার অ্যান্ড্রয়েড ফোনে অপশনটি এখনো পাননি।
দ্য গার্ডিয়ান জানিয়েছে, ডার্ক মুড স্বল্প পরিসরে চালু করেছে ফেসবুক। এখনো সব ব্যবহারকারীর কাছে এটি আসেনি। পর্যায়ক্রমে সবাই সুবিধাটি পাবেন।
ডার্ক মুডের সুবিধা থাকলে স্মার্টফোনের চার্জ যেমন অনেক কম খরচ হয় তেমনই ব্যবহারকারীদের দীর্ঘ সময় স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে চোখের সমস্যা কমে আসে।