Logo
×

Follow Us

বিজ্ঞান ও প্রযুক্তি

নিউজফিড কাস্টমাইজ করার সুবিধা নিয়ে এলো ফেসবুক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২২, ১৪:০৩

নিউজফিড কাস্টমাইজ করার সুবিধা নিয়ে এলো ফেসবুক

ফেসবুকের লোগো। ছবি: সংগৃহীত

বিশ্বে সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম হলো ফেসবুক। বর্তমানে এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর যার হাতে স্মার্টফোন নেই এবং ফেসবুক ব্যবহার করেন না। নানা বয়সের ও শ্রেণির মানুষের হাতে যেমন স্মার্টফোন রয়েছে তেমনি তাদের উপস্থিতিও ফেসবুকে সরব। ইদানিংকালে বেশিরভাগ ফেসবুক ব্যবহারকারীরা প্রত্যাহিক জীবনের নানা কর্মকাণ্ড পোস্ট এই প্ল্যাটফর্মে তুলে ধরেন। আবার কেউ কেউ বিভিন্ন কন্টেন্টও তৈরি করে পোস্ট দেন। এতে করে অনেক সময় ব্যবহারকারীদের সামনে হঠাৎ করে আপত্তিকর পোস্ট চলে আসে। এই বিরক্তিকর  বিব্রতবোধ থেকে ব্যবহারকারীদের মুক্তি দিতে ফেসবুক নিয়ে এসেছে নিউজফিড কাস্টমাইজড করার সুবিধা।

নতুন এ সুবিধায় কোনো ব্যক্তি বা গ্রুপের পোস্ট পছন্দ হলে পোস্টগুলোর ওপরের ডান পাশে থাকা তিনটি ডটমেনুতে ক্লিক করে ‘শো মোর’ অপশনে ক্লিক করতে হবে। এতে করে ব্যবহারকারীর আগ্রহ বুঝে পরবর্তী সময়ে সে বিষয়, ব্যক্তি বা গ্রুপের বিনিময় করা পোস্টগুলো নিউজ ফিডে বেশি দেখাবে ফেসবুক। অপরদিকে, অপছন্দের পোস্টগুলোর ওপরের ডান পাশে থাকা তিনটি ডটমেনুতে ক্লিক করে ‘শো লেস’ অপশনে ক্লিক করলে সেগুলো তুলনামূলক কম দেখানো হবে। পর্যায়ক্রমে সব ব্যবহারকারী এ সুবিধা পাবেন।

ফেসবুক ফিডে কোন বিষয়ের পোস্ট বেশি বা কম দেখানো হবে, তা জানতে ব্যবহারকারীদের আগ্রহ নিয়মিত পর্যালোচনা করে ফেসবুকের এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তির অ্যালগরিদম। ফলে নিজেদের পছন্দের পোস্ট দেখার পাশাপাশি মাঝে মধ্যে অপছন্দের বিভিন্ন বিষয়ের পোস্টও দেখতে হয় ব্যবহারকারীদের। সমস্যা সমাধানে ব্যবহারকারীদের ফিডের পোস্ট নিয়ন্ত্রণের সুযোগ দেবে ফেসবুক।

নতুন এ সুবিধা কাজে লাগিয়ে ফেসবুক ফিডে দেখানো পোস্টের জনপ্রিয়তা যাচাই করা হবে। এর মাধ্যমে ফেসবুকের কৃত্রিম বুদ্ধিমত্তা পদ্ধতিগুলো আরো ভালোভাবে কাজ করতে পারবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫