Logo
×

Follow Us

বিজ্ঞান ও প্রযুক্তি

হঠাৎ কমছে ফেসবুক ফলোয়ারের সংখ্যা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২২, ১৩:১৬

হঠাৎ কমছে ফেসবুক ফলোয়ারের সংখ্যা

মার্ক জাকারবার্গের ফেজবুক পেজ। ছবি: সংগৃহীত

হঠাৎ করে রহস্যজনকভাবে ফেসবুকে (অনেকের পেজের) ফলোয়ার সংখ্যা কমে গেছে। অনেকে ক্ষেত্রে ফলোয়ারের সংখ্যা অর্ধেক বা তারও কমে নেমেছে। এমনকি ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের ফলোয়ারের সংখ্যাও প্রায় ১০০ মিলিয়ন থেকে কমে রাতারাতি মাত্র ৯ হাজার ৯৯৩ এ গিয়ে ঠেকেছে।

অনেকেই এই সমস্যাকে ফেসবুক প্ল্যাটফর্মের একটি বাগ বলে সন্দেহ করছেন।

চলতি সপ্তাহের শুরুর দিকে, গত সোমবার (১০ অক্টোবর) ও মঙ্গলবার (১১ অক্টোবর) মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি বৃহত্তম মিডিয়া আউটলেটের ফেসবুক ফলোয়ার সংখ্যায় আকস্মিকভাবে হ্রাসের পর গুজব ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্টটি ভুয়া বা বট অ্যাকাউন্টগুলো মুছে ফেলার কারণে এ ধরনের ঘটনা ঘটতে পারে।

অ্যানালিটিক্স প্ল্যাটফর্ম ক্রাউডট্যাঙ্গলের তথ্য অনুসারে, গত ৩ ও ৪ অক্টোবর নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, হাফিংটন পোস্ট, দ্য হিল, ইউএসএ টুডে, নিউ ইয়র্ক পোস্ট ও নিউজউইকের ফলোয়ারের সংখ্যা হ্রাস পেয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫