Logo
×

Follow Us

বিজ্ঞান ও প্রযুক্তি

ফিরে এসেছে ফেসবুকের ফলোয়ারের সংখ্যা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২২, ১৬:৪১

ফিরে এসেছে ফেসবুকের ফলোয়ারের সংখ্যা

ফেসবুক। প্রতীকী ছবি

হঠাৎ করে রহস্যজনকভাবে ফেসবুকে (অনেকের পেজের) ফলোয়ার সংখ্যা কমে গিয়েছিল। অনেকে ক্ষেত্রে ফলোয়ারের সংখ্যা অর্ধেক বা তারও কমে নেমে যায়। এমনকি ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের ফলোয়ারের সংখ্যাও প্রায় ১০০ মিলিয়ন থেকে কমে রাতারাতি মাত্র ৯ হাজার ৯৯৩ এ গিয়ে ঠেকে ছিল।

তবে আজ বুধবার (১২ অক্টোবর) বিকেল ৪টার দিকে ফলোয়ার ফিরে পেতে শুরু করেছেন ব্যবহারকারীরা।

বুধবার সকাল থেকে বাংলাদেশের ফেসবুক ব্যবহারকারীরা ফলোয়ার কমে যাওয়ার বিষয়টি লক্ষ্য করেন। 

ধারণা করা হয়েছিল, বড় ধরনের ত্রুটির মুখে পড়েছে ফেসবুক। যে কারণে ব্যবহারকারীর ফলোয়ার সংখ্যা কমে গেছে। 

এ ঘটনায় ফেসবুকের পক্ষ থেকে কিছু জানা যায়নি। তাই হয়তো শিগগিরই ঠিক হয়ে যাবে বলে ধারণা করছিলেন অনেকেই।

জানা যায়, বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীরা ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে নিজেদের ফলোয়ার হারানোর কথা জানিয়েছিলেন। এরমধ্যে নিউইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, দ্য হিল, ইউএস টুডে, নিউইয়র্ক পোস্ট ও নিউজইউক রেকর্ডসংখ্যক ফলোয়ার হারিয়েছিল।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫