Logo
×

Follow Us

বিজ্ঞান ও প্রযুক্তি

শুরু হলো ১০ দিনব্যাপী স্মার্ট এক্সপো

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২২, ১৩:৫১

শুরু হলো ১০ দিনব্যাপী স্মার্ট এক্সপো

স্মার্ট এক্সপো। ছবি: সংগৃহীত

সেরা ১০ ব্র্যান্ডের স্মার্টফোনসহ বিভিন্ন লাইফস্টাইল পণ্যের স্মার্ট এক্সপো শুরু করেছে অনলাইন শপ সেলেক্সট্রা। ১০ দিনব্যাপী এ মেলায় বিভিন্ন প্রযুক্তি পণ্যের সাথে থাকছে ছাড়, উপহারসহ নানা অফার। মেলাটি চলবে আগামী ২৩ অক্টোবর পর্যন্ত।

আয়োজকরা জানান, স্মার্ট এক্সপো চলাকালীন অংশগ্রহণকারী ব্র্যান্ডগুলোর মধ্য থেকে যে কোনো পণ্যে সেলেক্সট্রার পক্ষ থেকে ২০% ডিসকাউন্ট অথবা কিস্তিতে নিলে ১৮ মাস পর্যন্ত সুদহীন ইএমআই’র ব্যবস্থা আছে। ক্রেডিট কার্ড ছাড়াও নেওয়া যাবে সুবিধাটি।

এ ছাড়া নগদ মূল্য পরিশোধ করলে নগদের পক্ষ থেকে পাওয়া যাবে ১০% (সর্বোচ্চ ১ হাজার পর্যন্ত) ডিসকাউন্ট। উপহার হিসেবে জার্সি এবং ডিজোর বিভিন্ন গ্যাজেট। আবার নির্দিষ্ট সময়ে সম্পূর্ণ বিনা মূল্যে ডেলিভারির ব্যবস্থাও থাকছে।

স্মার্ট এক্সপোতে অ্যাপল, স্যামসাং, ওয়ানপ্লাস, নোকিয়া, মটোরোলা, শাওমি, রিয়েলমি, অপ্পো, ভিভো ও টেকনো অংশ নিয়েছে। মেলাটি সেলেক্সট্রার অনলাইন এবং অফলাইনে চলমান।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫