Logo
×

Follow Us

বিজ্ঞান ও প্রযুক্তি

ইন্টারনেট ছাড়া যেভাবে ইউটিউব দেখা যাবে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২২, ১৪:০৩

ইন্টারনেট ছাড়া যেভাবে ইউটিউব দেখা যাবে

প্রতীকী ছবি।

ইন্টারনেট ছাড়াই এবার দেখা যাবে ইউটিউব। থাকছে অ্যাড ফ্রি ভিডিও দেখা, ভিডিও ডাউনলোড করা, ইউটিউবে অরিজিনাল সিরিজ দেখা এবং প্রিমিয়াম মিউজিক দেখার সুবিধাও ।

ইউজাররা এককভাবে প্রতি মাসে ১২৯ টাকার বিনিময়ে এ সুবিধা নিতে পারেন। ইন্টারনেট ছাড়া ইউটিউব সেবা পেতে ইউজারদের প্রথমেই ইউটিউব অ্যাপ মোবাইলে ডাউনলোড করতে হবে। এরপর যে ভিডিওটি ডাউনলোড করতে হবে সেই ভিডিও চালাতে হবে। পরে ডাউনলোড আইকনে ক্লিক করতে হবে। এটি ভিডিও প্লেয়ারের ডান দিকে নিচে রয়েছে। সেখান থেকে নিজেদের পছন্দমতো ভিডিও কোয়ালিটি সিলেক্ট করতে হবে। এখানে কয়েকটি অপশন পাওয়া যাবে। যে কোয়ালিটির ভিডিও দরকার, সে অনুযায়ী বেছে নিতে হবে।

এরপর সেই ভিডিওটি ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে ডাউনলোড আইকনটি পরিবর্তন হয়ে ডাউনলোডেড হয়ে যাবে।

ডাউনলোড করা ভিডিও লাইব্রেরি অথবা অ্যাকাউন্ট ট্যাবসের মধ্যে থাকবে। এক্ষেত্রে প্রতি ৩০ দিন অন্তর একবারও যদি ইন্টারনেট না চালানো হয়, তাহলে সে ডাউনলোড করা ভিডিও আর দেখা যাবে না।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫