Logo
×

Follow Us

বিজ্ঞান ও প্রযুক্তি

টুইটার ছেড়ে যেখানে যাচ্ছেন ব্যবহারকারীরা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২২, ১২:৫৩

টুইটার ছেড়ে যেখানে যাচ্ছেন ব্যবহারকারীরা

টুইটার ও মাস্টোডনার লোগো। ছবি: সংগৃহীত

সম্প্রতি ইলোন মাস্কের বিভিন্ন কর্মকান্ড নিয়ে টুইটার বেশ আলোচনায় আছে। গত কয়েক বছরে লাভের মুখ না দেখা টুইটারের ব্যবসায়িক কর্মপন্থা পরিবর্তন করার চেষ্টা করছেন তিনি। তবে দিন দিন টুইটারে কমছে ব্যবহারকারীর সংখ্যা। ব্যবহারকারীরা টুইটার 'ছেড়ে' অন্য এক সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মে সাইনআপ করার জন্য হুমড়ি খেয়ে পড়ছে।

২০১৬ সালে যাত্রা শুরু হওয়া এই সামাজিক যোগাযোগমাধ্যমটি মাস্টোডন নামে পরিচিত। এত দিন সবার কাছে এটি অপরিচিত থাকলেও চলতি সপ্তাহ থেকেই তরতর করে বড় হচ্ছে প্রতিষ্ঠানটি।

সোশ্যাল নেটওয়ার্ক বলছে, মাস্টোডনে এখন ৬ লাখ ৫৫ হাজারেরও বেশি ব্যবহারকারী রয়েছে। শুধু গত সপ্তাহেই এতে জয়েন করেছে ২ লাখ ২৩ হাজারের বেশি ব্যবহারকারী।

টুইটারের স্পষ্ট বিকল্প না থাকতে পারে, তবে মাস্টোডনের ইউজার ইন্টারফেস অনেকটাই টুইটারের মতো। তবে এই প্ল্যাটফর্মটি টুইটার, ইনস্টাগ্রাম বা ফেসবুকের মতো একটিমাত্র কোম্পানি দ্বারা পরিচালিত হয় না; এটি পরিচালনা করে বিভিন্ন গ্রুপ বা ব্যক্তি।

মাস্টোডন একদিকে যেমন সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যায়, অন্যদিকে এতে নেই কোনো বিজ্ঞাপনের উৎপাতও। 

মাস্টোডনের প্রতিষ্ঠাতা ইউজেন রোচকো। নামটি দেওয়া হয়েছে হেভি মেটাল ব্যান্ড মাস্টোডনের নাম থেকে অনুপ্রাণিত হয়ে। এটি চলে ক্রাউডফান্ডিং, অর্থাৎ মানুষের চাঁদায়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫