Logo
×

Follow Us

বিজ্ঞান ও প্রযুক্তি

কে কোন রঙের টিক পাবেন জানালেন ইলন মাস্ক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২২, ১৫:৫৫

 কে কোন রঙের টিক পাবেন জানালেন ইলন মাস্ক

ইলন মাস্ক। ছবি: সংগৃহীত

এবার টুইটারের ‘টিক’ চিহ্নটি নতুনত্ব পেতে চলেছে।  নীল, সোনালি ও ধূসর তিন রঙে ফিরে এসেছে ভেরিফায়েড টিক।

টুইটারপ্রধান ইলন মাস্ক গতকাল শুক্রবার এক টুইটে জানিয়েছেন, অ্যাকাউন্টে নীল টিক যুক্ত করার আগে যাচাই করবেন টুইটার কর্মীরা।

ইলন মাস্ক জানিয়েছেন প্রতিষ্ঠানের জন্য দেওয়া হবে 'সোনালি টিক' এবং সরকারি অ্যাকাউন্টগুলোর জন্য দেওয়া হবে 'ধূসর টিক'। 'নীল টিক' গুলো পাবেন শুধু ব্যক্তিগত অ্যাকাউন্টেরর জন্য। নীল টিক দেওয়ার ক্ষেত্রে সাধারণ ব্যক্তি কিংবা তারকাভিত্তিক পার্থক্য করা হবে না।

একটি সমীক্ষা পরিচালনার পর বন্ধ করে দেওয়া অ্যাকাউন্ট খোলার বিষয়ে মত দিয়েছেন ইলন মাস্ক। এ সমীক্ষায় প্রায় ৩১ লাখ ৬০ হাজার ব্যবহারকারী অংশ নেন এবং স্থগিত অ্যাকাউন্ট আবারো চালুর পক্ষে ৭২ দশমিক ৪ শতাংশ মত দেন। 

এ জরিপের ফলাফল প্রকাশ করে মাস্ক বলেন, সবার মতামতের ভিত্তিতে বন্ধ করে দেওয়া অ্যাকাউন্টগুলো খুলে দেওয়া হবে। 

মার্কিন 'বাজার প্রতিযোগিতা' বিভাগকেও ট্যাগ করে এক টুইটে মাস্ক অভিযোগ করেছেন, 'আইওএস বা অ্যান্ড্রয়েডের একচ্ছত্র আধিপত্যের কারণে ডেভেলপারদের অ্যাপ স্টোরের মাত্রাতিরিক্ত ফি দিতে হচ্ছে।

এ অবস্থার পরিবর্তন হওয়া দরকার। মাস্কের এ বক্তব্যের পর অ্যাপল ও গুগল এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫