Logo
×

Follow Us

বিজ্ঞান ও প্রযুক্তি

সাইবার আক্রমণের শঙ্কা বাড়ছে অ্যান্ড্রয়েডে

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২২, ১২:১২

সাইবার আক্রমণের শঙ্কা বাড়ছে অ্যান্ড্রয়েডে

কম্পিউটার ভাইরাস। প্রতীকী ছবি

গত ১০ মাসে প্রতিদিন গড়ে ৪ লাখ ক্ষতিকারক (ম্যালিশিয়াস) ফাইল ব্যবহার করে সাইবার আক্রমণ চালিয়েছে সাইবার অপরাধীরা, যা ২০২১ সালের তুলনায় ৫ শতাংশ বেশি। এ ছাড়া কিছু নির্দিষ্ট ধরনের সাইবার আক্রমণের সংখ্যাও বেড়েছে।

এমনই তথ্য জানিয়েছেন কম্পিউটার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যাসপারস্কির নিরাপত্তাবিষয়ক গবেষকেরা।

ক্যাসপারস্কির বিশ্লেষকেরা বলছেন, প্রতিদিন শনাক্ত র‍্যানসমওয়্যারের হার ১৮১ শতাংশ বেড়েছে। সাইবার নিরাপত্তা নিয়ে বিশ্লেষণভিত্তিক প্রতিবেদন ও পূর্বাভাস নিয়ে ক্যাসপারস্কির বার্ষিক নিরাপত্তা বুলেটিনে এসব তথ্য উঠে এসেছে।    

চলতি বছর ক্যাসপারস্কি আনুমানিক ১২ কোটি ২০ লাখ ক্ষতিকারক ফাইল শনাক্ত করেছে, যা গত বছরের তুলনায় ৬০ লাখ বেশি। প্রতিষ্ঠানটি তাদের নিরাপত্তা সফটওয়্যার দিয়ে প্রতিদিন গড়ে ৯ হাজার ৫০০ এনক্রিপ্টিং ফাইল শনাক্ত করে। 

ক্যাসপারস্কির গবেষকদের মতে, আগের বছরের তুলনায় দৈনিক শনাক্ত হওয়া র‍্যানসমওয়্যারের হার ১৮১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। র‍্যানসমওয়্যার ছাড়াও ক্ষতিকারক (ম্যালিশিয়াস) প্রোগ্রাম নামানোর  হার বেড়েছে ১৪২ শতাংশ। ফলে, ক্ষতিকারক এসব প্রোগ্রাম ইনস্টল হয়ে বিভিন্ন যন্ত্র সংক্রমিত করছে।  

সাইবার অপরাধীরা উইন্ডোজ অপারেটিং সিস্টেমকে সবচেয়ে বেশি আক্রমণ করে। প্রতিদিন গড়ে প্রায়৩ লাখ ২০ হাজার ক্ষতিকারক ফাইল দিয়ে উইন্ডোজ-চালিত যন্ত্রে সাইবার আক্রমণ হয়, এমনটা বলছেন ক্যাসপারস্কির গবেষকেরা। 

এ ধরনের সাইবার আক্রমণের ৮৫ ভাগ হয় উইন্ডোজ অপারেটিং ডিভাইসকে লক্ষ্য করে।

ক্যাসপারস্কির গবেষকেরা বলছেন, ২০২২ সালে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে সাইবার আক্রমণের হার ১০ শতাংশ বেড়েছে। 

ফলে অ্যান্ড্রয়েডে সাইবার আক্রমণের শঙ্কা বাড়ছে। অ্যান্ড্রয়েড যন্ত্রে সম্প্রতি হার্লি ও ট্রিডা ট্রোজানের মতো সাইবার আক্রমণ দেখা গেছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫