Logo
×

Follow Us

বিজ্ঞান ও প্রযুক্তি

এবার ডার্ক মুডে গুগল

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২০, ১২:৫২

এবার ডার্ক মুডে গুগল

এবার গুগলেও চালু হলো ডার্ক মুড। যারা পুরনো অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন তারা ডার্ক মুডের সুবিধা পাবেন। তবে, এ সংস্কারটি শুধুমাত্র বেটা টেস্টাররাই ব্যবহার করতে পারবেন।

এতোদিন পর্যন্ত ডার্ক মুড ফিচারটি শুধুমাত্র পিক্সেল ফোন ও অ্যান্ড্রয়েড ১০- এর ব্যবহারকারীরাই সক্রিয় করতে পারতেন। বর্তমান সংস্করণের ফলে এখন সব বেটা ব্যবহারকারীরাই ফিচারটি ব্যবহার করতে পারবেন।

গুগল জানিয়েছে, ডার্ক মুড ব্যবহার করে ৪৩ শতাংশ পর্যন্ত ব্যাটারি সাশ্রয় করা যায়। দীর্ঘ সময় স্ক্রিনের দিকে তাকালে চোখের যে ক্লান্তি সৃষ্টি হয় তাও দূর করবে ফিচারটি।

গত সপ্তাহ থেকেই সব বেটা টেস্টারদের কাছে ফিচারটি পৌঁছাতে শুরু করেছে। গুগল অ্যাপের সঙ্গে গুগল অ্যাসিস্ট্যান্ট অ্যাপের সংযোগ রয়েছে। ফলে গুগল অ্যাপের পাশাপাশি গুগল অ্যাসিস্ট্যান্টেও পাওয়া যাবে ডার্ক মুড ফিচারটি। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫