Logo
×

Follow Us

বিজ্ঞান ও প্রযুক্তি

এপনিকের নির্বাহী কমিটিতে প্রথম বাংলাদেশি সাবির

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২০, ১৫:২২

এপনিকের নির্বাহী কমিটিতে প্রথম বাংলাদেশি সাবির

সুমন আহমেদ সাবির।

এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার (এপনিক) নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন সুমন আহমেদ সাবির নামে এক বাংলাদেশি। তিনি চার হাজার ১৩৫ ভোট পেয়ে প্রথম হন।

এপনিকের ৪৯তম সম্মলনের শেষ দিনে (২১ ফেব্রুয়ারি) নির্বাচনের ফল ঘোষণা করা হয়। 

এই নির্বাচনের মধ্যে দিয়ে এপনিকের নির্বাহী কমিটিতে প্রথমবারের মতো কোনো বাংলাদেশি জায়গা করে নেন।

এর আগে সংগঠনটির পলিসি চেয়ার ও ফাইবার অ্যাট হোমের চিফ টেকনোলজি অফিসার ছিলেন সুমন আহমেদ সাবির।

তিনি আগামী দুই বছর এপনিকের নির্বাহী কমিটিতে দায়িত্ব পালন করবেন। কমিটি পরবর্তীতে পদ বণ্টন করবে বলে জানা গেছে।

নির্বাচনের ফলাফলের পর সুমন আহমেদ সাবির এক প্রতিক্রিয়ায় বলেন, ইন্টারনেটের প্রসারে বাংলাদেশকে আরো ফোকাসে আনা যাবে। পলিসি কী হচ্ছে সেটা আগেই জানা যাবে। বিশ্ব পর্যায়ে আমাদের কোনো ভয়েস ছিলো না, এখন অন্তত কথা বলা যাবে, সুযোগ পাওয়া যাবে।

গত ৩ ফেব্রুয়ারি অনলাইনে ভোট শুরু হয়। ৩টি পদের বিপরীতে ভোটগ্রহণ চলে। এতে প্রার্থী ছিলেন চার জন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫