Logo
×

Follow Us

বিজ্ঞান ও প্রযুক্তি

করোনাভাইরাস আতঙ্ক: বন্ধ স্যামসাংয়ের কারখানা

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২০, ১০:৩৮

করোনাভাইরাস আতঙ্ক: বন্ধ স্যামসাংয়ের কারখানা

করোনাভাইরাসের কারণে দক্ষিণ কোরিয়ায় স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাংয়ের কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর গুমিতে বৃহৎ একটি কারখানায় স্যামসাং কম্পানির স্মার্টফোন ফোন তৈরি করা হতো। আর সে কারখানাটি সাময়িক সময়ের জন্য বন্ধ করে দিয়েছে স্যামসাং কর্তৃপক্ষ।

শনিবার কারখানায় এক কর্মীর শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। দ্রুত ছড়িয়ে পড়া ভাইরাসটির প্রাদুর্ভাব ঠেকাতে আগামী সোমবার পর্যন্ত বন্ধ কারখানাটি বন্ধ থাকবে।

এরইমধ্যে করোনাভাইরাসে যেন আর কোনো কর্মীর দেহে সংক্রমিত না হতে পারে সেজন্য বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে কারখানা কর্তৃপক্ষ।

স্যামসাং ইলেকট্রনিক কর্তৃপক্ষ এক বিবৃতিতে করোনা আক্রান্ত ওই কর্মীর সংস্পর্শে অন্য যেসব কর্মী এসেছেন তাদের সবাইকে ‘সেলফ-কোয়ারেন্টাইনে’ থাকার নির্দেশ দিয়েছে। যাদের মধ্যে সংক্রমিত হওয়ার সম্ভাবনা আছে তাদের সবার শারীরিক পরীক্ষা শুরু করে দিয়েছে কর্তৃপক্ষ।

এমন ঘোষণায় প্রতিষ্ঠানের ওপর কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছে স্যামসাং কর্তৃপক্ষ।

তারা বলেছেন, স্যামসাংয়ের সবচেয়ে বেশি স্মার্টফোন তৈরি হয় ভারত এবং ভিয়েতনামে। সাময়িক বন্ধ রাখা গুমির ওই কারখানায় মূলত দক্ষিণ কোরিয়ার বাজারের চাহিদা মেটাতে স্মার্টফোন তৈরি করা হতো।

চীনের উহানে উৎপত্তি প্রাণঘাতী করোনাভাইরাসটির প্রাদুর্ভাব হঠাৎ করেই দক্ষিণ কোরিয়ায় প্রকট হয়ে উঠেছে। আক্রান্তের সংখ্যা একদিনে দ্বিগুণ হয়ে গেছে। দেশটিতে তিন মৃত্যু ছাড়াও মোট আক্রান্ত রোগী এখন ৪৩৩ জন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫