Logo
×

Follow Us

বিজ্ঞান ও প্রযুক্তি

মোবাইলের আসক্তি কমাতে ‘কাগুজে ফোন’

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০১ নভেম্বর ২০১৯, ১৫:৪৫

মোবাইলের আসক্তি কমাতে ‘কাগুজে ফোন’

ছবি: ইন্টারনেট

স্মার্টফোন ব্যবহার এখন আসক্তিতে পরিণত হয়েছে। স্মার্টফোনের আসক্তি কমাতে গুগল তৈরি করছে কাগজের টুকরার মতো ‘কাগুজে ফোন’। 

‘ডিজিটাল ডেটক্স’ বা ডিজিটাল দুনিয়ার বিষমুক্তির উপায় নিয়ে গবেষণার অংশ হিসেবে ‘কাগুজে ফোন’ তৈরি করছে প্রতিষ্ঠানটি।

গুগলের দাবি, তাদের এই পেপার ফোন ডিজিটাল আসক্তি কমিয়ে অন্য কাজের ক্ষেত্রে মনোযোগ বাড়াবে। 

আইএএনএসের প্রতিবেদনে জানানো হয়, গুগলের ‘ডিজিটাল ওয়েলবিয়িং এক্সপেরিমেন্টেস’ প্রকল্পের ফসল এই ‘ফোন’। পেপার ফোন বা কাগুজে ফোনে কনট্যাক্ট লিস্ট থেকে নোটবুক, ওয়েদার চ্যানেল থেকে ম্যাপ, ফটো থেকে ক্যালেন্ডার রিমাইন্ডার—সব তথ্যই রাখা যাবে। এই সব তথ্য বন্দী থাকবে একটা মাত্র কাগজের টুকরাতে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫